মুম্বই : আরও একবার সিলভার স্ক্রিন মাতাবেন মধুবালা । তাঁর জীবনের নানা ওঠা পড়ার কাহিনি ফুটে উঠব স্ক্রিনে । সৌজন্যে পরিচালক ইমতিয়াজ় আলি । শোনা যাচ্ছে এবার মধুবালার বায়োপিক তৈরি করতে চলেছেন তিনি ।
আসল নাম মুমতাজ় জেহর বেগম দেহালভি । অভিনয়ের জন্য নিজের নাম রেখেছিলেন 'মধুবালা'। বলিউডের মারলিন মনরো বলেও পরিচিত তিনি । এক সময়ে সিলভার স্ক্রিনে রাজ করেছিলেন বিখ্যাত এই অভিনেত্রী । বিয়ে করেছিলেন কিশোর কুমারকে । খুব কম বয়সেই শেষ নিশ্বাস ত্যাগ করেন । অনেক পরিচালকই তাঁর বায়োপিক তৈরির কথা চিন্তা করেছিলেন । কিন্তু, কোনও না কোনওভাবে তা সম্ভব হয়নি ।
তবে শোনা যাচ্ছে এবার মধুবালার বায়োপিক তৈরি করতে চলেছেন ইমতিয়াজ় আলি । সিনেমা নয়তো ওয়েব সিরিজ় তৈরি করবেন । শিশু শিল্পী হিসেবে 'বসন্ত' ছবিতে কাজ করা থেকে শুরু করে রাজ কাপুরের বিপরীতে 'নীল কমল' ছবিতে অভিনয়, সবই তুলে ধরা হবে ছবিতে । 22 বছরের ক্যারিয়ারে 73টি ছবিতে অভিনয় করেছিলেন মধুবালা । কিন্তু, একটাও অ্যাওয়ার্ড পাননি তিনি । শুধু একবার ফিল্মফেয়ারের জন্য মনোনীত হয়েছিল তাঁর ছবি 'মুঘল-ই-আজ়ম'। ক্যারিয়ারের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনের ওঠাপড়াও নাকি তুলে ধরা হবে স্ক্রিনে ।
কিন্তু, মধুবালার চরিত্রে কে অভিনয় করবেন ? এ বিষয়ে তাঁর বোন জানিয়েছেন, "প্রথমে আমি চাইতাম বায়োপিকে অভিনয় করুক মাধুরি দীক্ষিত । কিন্তু, এখন চাই করিনা কাপুর অভিনয় করুক ।"