মুম্বই : 2007 সালে মুক্তি পায় ইমতিয়াজ় আলির 'জব উই মেট'। সেখানে করিনা কাপুর খান ও শাহিদ কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন আসিফ বসরা । ছবিতে একটি ছোট্ট চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে । কিন্তু, চরিত্র ছোটো হোক বা বড়, যে কোনও চরিত্রেই অত্যন্ত দক্ষতার সঙ্গে অভিনয় করতেন তিনি । আর সেভাবেই ইমতিয়াজ়ের এই ছবিতে স্টেশনের এক বিক্রেতার চরিত্রকে জীবন্ত করে তুলেছিলেন । তাঁর প্রয়াণে শোকাহত পরিচালক ।
আজ দুপুরের দিকে হিমাচল প্রদেশের ধর্মশালার এক আবাসন থেকে উদ্ধার করা হয় আসিফ বসরার ঝুলন্ত দেহ । পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন তিনি । তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ইমতিয়াজ় । বলেন, "আমার কাছে আসিফ খুবই স্পেশাল ছিলেন । একজন অসাধারণ অভিনেতা ছিলেন । তাঁর মৃত্যুর খবর শোনার পর অবাক হয়ে গিয়েছিলাম । খুব খারাপ লাগছে । তাঁর সঙ্গে খুব সহজেই কাজ করা যেত । তাঁর মৃত্যুতে অনেকটা ক্ষতি হয়ে গেল ।"