মুম্বই, 5 ডিসেম্বর :এর আগে বেআইনি অর্থিক লেনদেনের ঘটনায় সাক্ষী হিসাবে জেরার মুখে পড়তে হয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৷ এবার সেই মামলাতেই আটক হলেন তিনি ৷ রবিবার অভিবাসন কর্মকর্তারা মুম্বই বিমানবন্দরে তাঁকে আটকান ৷ ইডির (Enforcement Directorate) জারি করা LOC (লুক আউট সার্কুলার) এর পরেই তাঁর বিদেশযাত্রা আটকানো হল ৷
Jacqueline Money Laundering case : কোটি টাকার প্রতারণা, মুম্বই বিমানবন্দরে আটকানো হল জ্যাকলিনকে - Immigration officials stopps Jacqueline Fernandez at the Mumbai airport
অভিবাসন কর্মকর্তারা মুম্বই বিমানবন্দরে তাঁকে আটকান ৷ সুকেশ চন্দ্রশেখরের প্রতারণা মামলায় তাঁর বিদেশ যাওয়া বাতিল করল ইডি (Enforcement Directorate) ৷
মুম্বই বিমানবন্দরে আটক জ্যাকলিন
বলিউডে অভিনয় করলেও 36 বছরের জ্যাকলিন আদতে পড়শি দেশ শ্রীলঙ্কার নাগরিক ৷ কিন্তু, কর্মসূত্রে এখন অধিকাংশ সময় ভারতেই থাকতে হয় তাঁকে ৷ সুকেশ চন্দ্রশেখরের প্রতারণা মামলায় তাঁর পথ আটকাল ইডি ৷