পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"ভালো আছি, শীঘ্রই বাড়ি ফিরব", হাসপাতাল থেকে টুইট সঞ্জয়ের

গতরাতে টুইট করে সঞ্জয় লেখেন, "আমি আগের থেকে ভালো আছি । চিকিৎসকদের পর্যবেক্ষণে আছি, আমার কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । হাসপাতালের নার্স, চিকিৎসক ও কর্মীরা যেভাবে সাহায্য ও দেখভাল করছেন তাতে হয়তো দু এক দিনের মধ্যেই বাড়ি ফিরব ।"

sdf
df

By

Published : Aug 9, 2020, 1:45 PM IST

Updated : Aug 9, 2020, 1:57 PM IST

মুম্বই : বুকে ব্যথা হওয়ায় গতকাল রাতে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভরতি করা হয় সঞ্জয় দত্তকে । ICU-তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় তাঁকে । তিনি কোরোনায় আক্রান্ত কি না তা জানতে সোয়াব পরীক্ষাও করা হয় । কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে টুইটারে জানান অভিনেতা ।

গতরাতে টুইট করে সঞ্জয় লেখেন, "আমি আগের থেকে ভালো আছি । চিকিৎসকদের পর্যবেক্ষণে আছি, আমার কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । হাসপাতালের নার্স, চিকিৎসক ও কর্মীরা যেভাবে সাহায্য ও দেখভাল করছেন তাতে হয়তো দু এক দিনের মধ্যেই বাড়ি ফিরব ।"

গতকাল সন্ধের দিকে সঞ্জয়ের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় । বুকে ব্যথাও শুরু হয় ৷ সঙ্গে সঙ্গে লীলাবতি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ সেখানে তাঁর ব়্যাপিড অ্যান্টিজ়েন টেস্ট করেন চিকিৎসকরা ৷ ফল নেগেটিভ আসে ৷ তবে অ্যান্টিজ়েন পরীক্ষার রিপোর্ট সব সময় নির্ভুল আসে না । সেই কারণেই তাঁর কোরোনা পরীক্ষাও করা হয় ।

হাসপাতালে যে চিকিৎসকের তত্ত্বাবধানে সঞ্জয় ভরতি রয়েছেন তিনি জানান, অভিনেতাকে নন কোভিড ওয়ার্ডে রাখা হয়েছে । তাঁর শরীরে অক্সিজেনের ঘাটতি কেন হল তাও খতিয়ে দেখা হচ্ছে । কিছু প্রয়োজনীয় পরীক্ষা হচ্ছে । তবে ভয়ের কিছু নেই ।

এদিকে লকডাউনের আগেই দুই সন্তানকে নিয়ে দুবাই গিয়েছিলেন সঞ্জয়ের স্ত্রী মান্যতা । কিন্তু, লকডাউনের জেরে আর বাড়ি ফিরতে পারেননি তাঁরা । তবে ফোনে নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁদের ।

সঞ্জয়ের পরবর্তী ছবি 'সড়ক টু' ৷ সেখানে আলিয়া ভাট ও পূজা ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । 28 অগাস্ট ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে মহেশ ভাট পরিচালিত এই ছবি ।

Last Updated : Aug 9, 2020, 1:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details