মুম্বই : শরীরে মেদের চিহ্ন মাত্র নেই । তাও বেলি ডান্সে মেতেছেন ইলিয়ানা ডি ক্রুজ় । আন্তর্জাতিক কার্ব দিসব উপলক্ষে বেলি ডান্স করেন তিনি । নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিয়ো শেয়ারও করেছেন ।
ভিডিয়োতে কালো রঙের পোশাকে হাসি মুখে বেলি ডান্স করতে দেখা গেছে তাঁকে । ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন , "আমার মুড, যখন কেউ বলে আমি শর্করা (কার্বোহাইড্রেট) জাতীয় খাবার খেতে পারব । "