পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

যদি 'অ্যাভেঞ্জার্স' পরিচালনা করতেন করণ... - Karan Johar and Avengers connection

করণ জোহর যদি 'অ্যাভেঞ্জার্স' পরিচালনা করতেন, তাহলে কেমন হত বিষয়টা? সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়ো দেখে উত্তর পাওয়া যাবে।

Karan Johar and Avengers connection
Karan Johar and Avengers connection

By

Published : Dec 10, 2019, 3:12 PM IST

মুম্বই : স্পাইডার ম্যান, ক্যাপ্টেন অ্যামেরিকা, হাল্ক, থ্যানস, ব্ল্যাক পান্থারের মতো চরিত্ররা নাচছেন করণ জোহরের গানের তালে। এমন দৃশ্য দেখে যে কেউ হেসে গড়াগড়ি খাবেন। আর সেরকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সম্প্রতি। হ্যাঁ, ঠিকই শুনেছেন...

এক এন্টারটেনমেন্ট সাইট থেকে প্রকাশিত হয় ভিডিয়োটি। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর 'ডিস্কো দিওয়ানে' গানটার সঙ্গে নাচছে অ্যাভেঞ্জার্স-এর চরিত্ররা। ক্যাপশনে লেখা, "করণ জোহর যদি অ্যাভেঞ্জার্স পরিচালনা করতেন"। প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে শেয়ারের পর শেয়ার হতে থাকে সেই ভিডিয়ো...

এই সেই প্রথম পোস্ট...

সবথেকে মজার ব্যাপার হল করণ নিজেও শেয়ার করেছেন ভিডিয়োটি। তিনি যে কতটা রসিক ও স্পোর্টিং, এটা দেখেই বোঝা যায় সেটি...তিনটে স্মাইলি দিয়ে ভিডিয়োটি পোস্ট করেছেন পরিচালক।

মজাদার এই ভিডিয়ো দেখে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন...ভীষণ ক্রিয়েটিভ ভাবনা থেকে তৈরি হয়েছে এই প্রেজ়েন্টেশন, মেনে নিয়েছেন প্রত্যেকেই।

ABOUT THE AUTHOR

...view details