মুম্বই : স্পাইডার ম্যান, ক্যাপ্টেন অ্যামেরিকা, হাল্ক, থ্যানস, ব্ল্যাক পান্থারের মতো চরিত্ররা নাচছেন করণ জোহরের গানের তালে। এমন দৃশ্য দেখে যে কেউ হেসে গড়াগড়ি খাবেন। আর সেরকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সম্প্রতি। হ্যাঁ, ঠিকই শুনেছেন...
এক এন্টারটেনমেন্ট সাইট থেকে প্রকাশিত হয় ভিডিয়োটি। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর 'ডিস্কো দিওয়ানে' গানটার সঙ্গে নাচছে অ্যাভেঞ্জার্স-এর চরিত্ররা। ক্যাপশনে লেখা, "করণ জোহর যদি অ্যাভেঞ্জার্স পরিচালনা করতেন"। প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে শেয়ারের পর শেয়ার হতে থাকে সেই ভিডিয়ো...