পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রতি ছবিতে যেন তোমারই প্রেমে পড়ি : করিনাকে বললেন আমির - করিনা কাপুরের খবর

মুক্তি পেল 'লাল সিং চড্ডা' ছবিতে করিনা কাপুরের ফার্স্ট লুক । ছবিটি শেয়ার করে আমির ইচ্ছাপ্রকাশ করেন যেন প্রতি ছবিতেই তিনি করিনার সঙ্গে রোম্যান্স করার সুযোগ পান ।

Aamir Khan romances with Kareena
Aamir Khan romances with Kareena

By

Published : Feb 14, 2020, 5:37 PM IST

মুম্বই : 'লাল সিং চড্ডা' এই বছরের অন্যতম প্রক্ষীক্ষিত ছবি । প্রথমত ছবিটি হলিউডের বিখ্য়াত ছবি 'ফরেস্ট গাম্প'-এর অনুকরণে তৈরি । দ্বিতীয়ত আমির খান ও করিনা কাপুরের মতো তারকার অনস্ক্রিন যুগলবন্দী । প্রকাশ্যে এল 'লাল সিং চড্ডা'-তে করিনার ফার্স্ট লুক ।

একটি খুব সুন্দর কবিতার সঙ্গে ছবিটি শেয়ার করেছেন আমির লিখেছেন, "কিছু পাওয়ার ছটফটানি আর হারানোর ভয়, জীবনের সফরে এটুকুই তো থাকে ।" এটা লেখার পর করিনাকে ভ্যালেন্টাইন ডে-র শুভেচ্ছা জানিয়েছেন আমির ।

শুধু তাই নয়, আমির এটাও লিখেছেন যে, "প্রতি ছবিতেই যেন আমি তোমার প্রেমে পড়তে পারি । খুব সহজ ভাবেই আমি তোমার সঙ্গে রোম্যান্স করতে পারি ...."

'3 ইডিয়টস' ও 'তলাশ' এই দুই ছবিতেই নজর কেড়েছিল করিনা - আমিরের কেমিস্ট্রি । 'তলাশ'-এ সেই অর্থে রোম্যান্টিক সম্পর্ক না থাকলেও, তাঁদের দু'জনের বোঝাপড়া মুগ্ধ করেছিল দর্শককে । এই ছবিতেও সেরকম কিছু একটা এক্সপেরিয়েন্স করার প্রত্যাশায় সবাই ।

অদ্বৈত চন্দনের পরিচালনায় এই কমেডি ড্রামা মুক্তি পাবে চলতি বছরের 25 ডিসেম্বর ।

ABOUT THE AUTHOR

...view details