মুম্বই : 1972 সালে এই লোকগানটি লেখেন রতন কাহার, 'বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল..' । 1976 সালে স্বপ্না চক্রবর্তী রেকর্ড করেন গানটি । পরে আকাশবাণীতেও এই গান গেয়েছিলেন রতন কাহার । বাদশার 'গেন্দা ফুল' গানটিতে কাহার রচিত এই লোকগানটির ব্য়বহার হওয়া সত্ত্বেও কোনও ক্রেডিট দেওয়া হয়নি তাঁকে । রতন কাহার চান যে, বাদশা তাঁর সঙ্গে দেখা করে কিছু আর্থিক সাহায্য করুক । কোনও চাপা রাগ নেই, অভিমান নেই, বরং নিজের গান রাজ্যের সীমা ছাড়ানোয় বেশ খুশিই রতন ।
IANS-কে রতন বলেন, "এত বড় মাপের শিল্পী আমার গান ব্যবহার করেছেন, আমায় সাহায্য করতে চেয়েছেন এটা জেনে ভালো লাগছে । আমি ভিডিয়োটা দেখেছি, আমার ভালো লেগেছে ।"
বীরভূমের সিউড়িতে পরিবারের সঙ্গে থাকেন কাহার । আর্থিক কষ্ট তাঁর প্রতিদিনের সঙ্গী । তাই বাদশার থেকে আর্থিক সাহায্যই চান তিনি । বললেন, "আমি আশা করছি যে, বাদশা আমায় সাহায্য করবে । আমি ওঁর থেকে আর্থিক সাহায্য আশা করি । খুব কষ্টের মধ্যে রয়েছি তো, একটু সাহায্য পেলে খুব ভালো লাগবে ।"
বাদশার কারণে আজ রতনের গান ছড়িয়েছে সারা বিশ্বে, তাই খুশি স্রষ্টা । বললেন, "এই গান শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই জনপ্রিয় হয়েছিল । আমি কখনই ভাবিনি যে, বাদশার স্টেটাসের মানুষ এই গান ব্যবহার করবে । ভালো লাগছে যে, সারা বিশ্বের মানুষ এই গানের সঙ্গে পরিচিত হচ্ছেন ।"
গতকাল সোশাল মিডিয়ায় ক্ষমা চেয়ে বাদশা জানিয়েছিলেন যে, 'বড়লোকের বিটি লো'-র স্রষ্টা যে রতন কাহার সেটা তিনি জানতেন না । তাই ক্রেডিট দিতে পারেননি । কিন্তু, যেই মুহূর্তে তিনি জানতে পেরেছেন, তখনই সিদ্ধান্ত নিয়েছেন শ্রী কাহারের সঙ্গে দেখা করার । বাধ সেধেছে এই লকডাউন, এটা না থাকলে নাহলে তিনি এতক্ষণে পৌঁছে যেতেন বীরভূমের গলিতে হারিয়ে যাওয়া এই প্রতিভাবান মানুষটির কাছে ।