মুম্বই : হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন রেমো ডিসুজ়া । এই খবর শুনে ভেঙে পড়েছিলেন বি-টাউনের সদস্যরা । সবাই এই কোরিওগ্রাফার-ডিরেক্টরের আরোগ্য কামনা করতে থাকেন । সবার ভালোবাসায় বাড়ি ফিরলেন রেমো ।
সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি । 'ওয়েলকাম হোম' লেখা বেলুনের মধ্যে দিয়ে বেরিয়ে আসছেন রেমো, ঠিক যেন হিরোর মতো । অসুস্থতা তাঁকে দমিয়ে রাখতে পারেনি, তিনি ফের নিজের শক্ত পায়ে দাঁড়িয়েছেন ।