পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

7 ঘণ্টার অনুশীলনের পর পিয়ানো বাজিয়ে গাইলেন হৃত্বিক - i for india

টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করে হৃত্বিক লেখেন, "পিয়ানো বাদক নয় + গায়কও নয় * 7 ঘণ্টা = শুধু ফোনের স্পিকার ও হেডফোন"।

sdf
dsfg

By

Published : May 5, 2020, 10:59 AM IST

মুম্বই : পিয়ানো বাজানো তো দূর । গানও গাইতে পারেন না তিনি । কিন্তু, ভার্চুয়াল কনসার্টে অংশ নিতে হবে তাঁকে । তাই এর জন্য টানা 7 ঘণ্টা ধরে অনুশীলন নেন । তারপর লাইভ ভার্চুয়াল কনসার্টে পিয়ানো বাজিয়ে গান করেন হৃত্বিক রোশন ।

কোরোনা মোকাবিলায় অর্থ সংগ্রহের জন্য ফেসবুকে 'আই ফর ইন্ডিয়া' নামে এক লাইভ কনসার্টের আয়োজন করা হয়েছিল । সেখানে যোগ দিয়েছিলেন হলিউড ও বলিউডের একাধিক তারকা । কনসার্টে গান থেকে শুরু করে কবিতা পাঠ সবই করেন তারকারা । তবে নিজের বাড়ির মধ্যে বসে । আর সেখানেই পিয়ানো বাজিয়ে গান গাইতে দেখা যায় হৃত্বিককে । পরে সেই ভিডিয়ো টুইটারে শেয়ার করেন অভিনেতা ।

ভিডিয়ো শেয়ার করে হৃত্বিক লেখেন, "পিয়ানো বাদক নয় + গায়কও নয় * 7 ঘণ্টা = শুধু ফোনের স্পিকার ও হেডফোন"।

এই কনসার্টের জন্য টানা 7 ঘণ্টা ধরে পিয়ানো বাজানো ও গান গাওয়ার অনুশীলন নেন হৃত্বিক । তারপর লাইভে 'ইয়ারানা' ছবিতে কিশোর কুমারের 'তেরে জ্যায়সা ইয়ার কাঁহা' গানটি গান তিনি । যদিও প্রথমবার গান গেয়ে দর্শকদের থেকে ভালোই সাড়া পান অভিনেতা ।

'আই ফর ইন্ডিয়া' ভার্চুয়াল কনসার্ট থেকে ইতিমধ্যেই 52 কোটি টাকা জোগাড় হয়েছে বলে জানা গিয়েছে । শাহরুখ খান, অক্ষয় কুমার, আলিয়া ভাট, হৃত্বিক রোশন, করিনা ও সইফ আলি খান, অর্জুন কাপুর, টাইগার শ্রফ, বরুণ ধাওয়ানের মতো দেশ বিদেশের 85 জন তারকা অংশ নিয়েছিলেন এই কনসার্টে । এই কনসার্টের আয়োজন করেছিলেন করণ জোহর ও জ়োয়া আখতার ।

ABOUT THE AUTHOR

...view details