পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'কৃশ 4'-এ চার চরিত্রে দেখা যাবে হৃতিককে ? - হৃতিক রোশনের কৃষ 4

সুপারন্যাচরাল ফিল্ম ফ্র্যাঞ্চাইজ়ি 'কৃশ'-এর চতুর্থ ভাগে নাকি চার চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

Hrithik Roshan on krish 4
Hrithik Roshan on krish 4

By

Published : Jul 22, 2020, 7:01 PM IST

মুম্বই : আজ থেকে সাত বছর আগে মুক্তি পেয়েছিল 'কৃশ 3' । ছবিটি সাড়া ফেলেছিল বক্স অফিসে । গ্রীক দেবতার মতো চেহারায় হৃতিক রোশন আট থেকে আশি সবার মনে ঝড় তুলেছিলেন । এবার আসছে 'কৃশ 4' । শোনা যাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজ়ির চতুর্থ ভাগে চার চরিত্রে দেখা যাবে অভিনেতাকে ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ছবির টিম মেম্বার জানান, "এক বিশাল স্কেলে 'কৃশ 4' তৈরি হচ্ছে । দৃশ্য দেখে চমকে যাবেন দর্শক । গল্প বাছাই হয়ে গেছে । এবার হৃতিককে আর ডাবল রোলে দেখা যাবে না । তাঁকে আলাদা চার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ।"

হ্যাঁ ঠিকই শুনেছেন । চার চরিত্রে অভিনয় করবেন হৃতিক । তবে চমক শুধু এটুকুই নয় । দেখা যাবে কৃশের বাবা রোহিতকেও । যিনি 'কৃশ 3'-তে মারা গেছিলেন । আর সঙ্গে দেখা যাবে জাদুকেও । হ্যাঁ, সেই জাদু যে এই পুরো সুপারন্যাচরাল ফ্র্যাঞ্চাইজ়ির জন্মদাতা, ভিনগ্রহের এলিয়েন ।

কৃষ 3-তে বিবেক ওবেরয়

ছবির টিম মেম্বার এটাও জানিয়েছেন, "হৃতিকেরই শো হতে চলেছে এই ছবিটি । তবে তাঁর বিপরীতে যে মহিলা চরিত্র দেখা যাবে সেটিও খুব দাপুটে হবে ।"

স্টুডিয়োপাড়ায় কোরোনা উত্তর নিয়মকানুন একটু শিথিল হলেই শুরু হবে 'কৃষ 4'-এর শুটিং । ইতিমধ্যেই শেষ হয়েছে প্রি-প্রোডাকশনের কাজ । অপেক্ষায় দর্শক ।

ABOUT THE AUTHOR

...view details