মুম্বই : ফ্যানেরা তারকাদের কেন্দ্র করে শিল্পসৃষ্টি করে থাকেন । আঁকায়, লেখায়, নাচে, গানে প্রিয় তারকাদের শ্রদ্ধা জানান । তেমনই এক ফ্যান আর.কে.আদিল । হৃতিককে শ্রদ্ধা জানাতে সৃষ্টি করলেন এক দারুণ জিনিস ।
হৃতিকের একটা বেসিক স্কেচ করেছেন আদিল । মুখের আউটলাইনটা এঁকেছেন । এবার একটি সেলোফিন পেপারে তাঁর বিভিন্ন চরিত্রের সঙ্গে মিলিয়ে এঁকেছেন অন্যান্য বিশেষত্ব, যেমন হেয়ারস্টাইল, চশমা, দাড়ি এইসব ।
এবার বেসিক স্কেচের উপরে সেই সেলোফিন পেপারটা বসিয়ে বসিয়ে আদিল বিশেষ বিশেষ চরিত্রগুলোতে রূপদান করেছেন । শুধু আঁকার মাধ্যমে নয়, ব্যাকগ্রাউন্ডে নির্দিষ্ট ফিল্মগুলোর গান বসিয়ে ব্যাপারটাকে আরও মনোগ্রাহী করে তুলেছেন তিনি ।
আর্টওয়ার্কটা এত ভালো লেগেছে হৃতিকের যে, তিনি নিজের ইনস্টাতে শেয়ার করেছেন ভিডিয়োটি । ক্যাপশনে লিখেছেন, "খুব ভালো বানিয়েছেন মিস্টার আর.কে.আদিল । আপনাকে ধন্যবাদ ।"
দেখে নিন সেই ভিডিয়ো...