মুম্বই : যে কোনও লুকে, যে কোনও পোশাকেই হৃতিক রোশনকে দারুণ লাগে । এশিয়ার সেক্সিয়েস্ট ম্যান-এর খেতাব তো আর এমনি এমনি পাননি তিনি ! তবে তাঁর দাঁড়িওয়ালা লুকটা বেশ পছন্দ অনুরাগীদের । হয়তো হৃতিক নিজেও খুব পছন্দ করেন তাঁর সোনালী বর্ণের ঘন দাড়ি, তাঁর 'সল্ট অ্যান্ড পেপার লুক' ।
তাই দাড়ি কাটার আগে একটি ছবি তুলে সোশাল মিডিয়ায় স্মৃতি করে রাখলেন অভিনেতা । ক্যাপশনে লিখলেন, "দাড়িটা চলে যাওয়ার আগে..."