পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কার সঙ্গে ছুটি কাটাচ্ছেন হৃতিক ? - হৃতিক রোশনের খবর

ছুটি কাটাচ্ছেন হৃতিক রোশন । অভিনেতার সেরা সহযাত্রী তাঁর দুই ছেলে রেহান এবং হৃদান । তাদের সঙ্গে প্রকৃতির কোলে ঘুরে বেড়াচ্ছেন হৃতিক ।

Hrithik Roshan in vacation
Hrithik Roshan in vacation

By

Published : Jan 26, 2021, 6:56 PM IST

মুম্বই : দুই ছেলে আর পরিবারের অন্য সদস্যদের নিয়ে ছুটি কাটাতে গেলেন হৃতিক রোশন । রীতিমতো কসরৎ করে পাহাড়ে ট্রেকিং করলেন অভিনেতা । ছুটি কাটানো হল, সঙ্গে ওয়ার্কআউটটাও হয়ে গেল ।

কোথায় গেছেন তাঁরা সেটা বোঝা গেল না যদিও, তবে পাহারের গায়ে ঘন জঙ্গলে ঘোরেফেরা করছেন রোশনরা । শর্টস আর টি-শার্ট পরে সবসময়ের মতো স্মার্ট হৃতিক । ছেলে রেহান এবং হৃদানও অনেকটা বড় হয়ে গেছে । বাবার মতো হ্যান্ডসাম হাঙ্ক হয়ে ওঠার সমস্ত সম্ভাবনা তাদের চোখে-মুখে ।

ছবিটি শেয়ার করে হৃতিক লিখেছেন, "এবড়ো-খেবড়ো জমিতে পা রেখে চলতে আমার ভালো লাগে । কেন জানি না, তবে আমার মন আনন্দে নেচে ওঠে ।"

হৃতিকের সঙ্গে প্রতি ট্রিপে দেখা যায় তাঁর প্রাক্তন স্ত্রী সুজ়ান খানকে । ডিভোর্স হয়ে গেলেও ছেলেদের জন্য অনেকটা সময় একসঙ্গে থাকেন হৃতিক-সুজ়ান । এই ট্রিপে দেখা যায়নি সুজ়ানকে ।

দীপিকা পাড়ুকোনের সঙ্গে 'ফাইটার' ছবিতে দেখা যাবে হৃতিককে । দুই বলিউড হার্টথ্রবকে একসঙ্গে দেখতে মুখিয়ে দর্শক ।

ABOUT THE AUTHOR

...view details