মুম্বই : দুই ছেলে আর পরিবারের অন্য সদস্যদের নিয়ে ছুটি কাটাতে গেলেন হৃতিক রোশন । রীতিমতো কসরৎ করে পাহাড়ে ট্রেকিং করলেন অভিনেতা । ছুটি কাটানো হল, সঙ্গে ওয়ার্কআউটটাও হয়ে গেল ।
কোথায় গেছেন তাঁরা সেটা বোঝা গেল না যদিও, তবে পাহারের গায়ে ঘন জঙ্গলে ঘোরেফেরা করছেন রোশনরা । শর্টস আর টি-শার্ট পরে সবসময়ের মতো স্মার্ট হৃতিক । ছেলে রেহান এবং হৃদানও অনেকটা বড় হয়ে গেছে । বাবার মতো হ্যান্ডসাম হাঙ্ক হয়ে ওঠার সমস্ত সম্ভাবনা তাদের চোখে-মুখে ।