মুম্বই : উদান ফাউন্ডেশন, একটি সংস্থা, যেখানে বিশেষভাবে সক্ষম বাচ্চাদের সাহায্যার্থে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয় । উঠে আসা টাকা থেকে সেই সমস্ত ছেলেমেয়েদের চিকিৎসা করানো হয় । এই ফাউন্ডেশনের পাশে দাঁড়ালেন হৃতিক রোশন ।
"ইম্পারফেকশন আর মানবজীবনের আনন্দকে সেলিব্রেট করছে উদান ফাউন্ডেশন । সমস্ত প্রতিকূলতাকে জয় করে ঘুরে দাঁড়ানোর উদাহরণ তৈরি করছে ওরা ।", লিখেছেন অভিনেতা ।