দিল্লি : সমাজের ভবিষৎ তৈরি করছেন তাই শিক্ষকদের উৎসর্গ করে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন হৃতিক রোশন । 'সুপার ৩০'-তে একজন শিক্ষকের চরিত্রে অভিনয় করছেন হৃতিক । সমাজে শিক্ষকদের অবদানের জন্য তাঁদের ধন্যবাদ জানালেন তিনি ।
বলিউড অভিনেতা টুইট করেন, "কোথায় পরিবর্তন শুরু হয় ? এটি একটি চিন্তাধারার সঙ্গে শুরু হয় । তারপর সেই চিন্তাধারা অন্যদের কাছে যায়, বীজযুক্ত হয় এবং অন্যদের শেখানো হয় । এইভাবে মানুষ শেখে, এইভাবে জাতি বেড়ে ওঠে । আপনি যদি জাতির নির্মান করতে চান, তাহলে শিক্ষক হোন । কারণ তারাই চিন্তাধারার বীজ বপন করছেন, আমাদের সমাজের ভবিষ্যৎকে ঠিক কাজে রূপান্তর করছেন ।"