পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দুস্থদের 1 লক্ষ 20 হাজার প্লেট খাবার অনুদান হৃতিকের - হৃতিক রোশনের খবর

দুস্থদের পাশে দাঁড়ালেন হৃতিক রোশন । এক NGO-র সঙ্গে হাত মিলিয়ে 1 লক্ষ 20 হাজার থালা খাবার অনুদান দিলেন অভিনেতা ।

hrithik roshan latest news
hrithik roshan latest news

By

Published : Apr 7, 2020, 7:36 PM IST

মুম্বই : মুম্বই পৌরসভার কর্মীদের জন্য N95 ও FFP3 মাস্ক দান করার পর এবার 1 লক্ষ 20 হাজার দুস্থদের খাবার ব্যবস্থা করলেন হৃতিক রোশন । মানবিকতার নজির গড়লেন অভিনেতা ।

মুম্বইয়ের এক পরিচিত NGO-র সঙ্গে হাত মিলিয়ে এই পদক্ষেপ হৃতিকের । সেই NGO-র তরফ থেকে টুইট করে ধন্যবাদ জানানো হয়েছে অভিনেতাকে । লেখা হয়েছে, "আমাদের সংস্থা এখন সুপারস্টার হৃতিক রোশনকে পাশে পেয়েছে, এটা জানাতে পেরে আমরা খুবই খুশি । আমরা একসঙ্গে 1 লক্ষ 20 হাজার পুষ্টিকর খাবার পৌঁছে দেব দেশজুড়ে একাধিক বৃদ্ধাশ্রম, দিনমজুর ও দরিদ্রদের বাড়িতে । যতদিন না ওরা স্বাভাবিক কর্মজীবনে ফিরছে, ততদিন এই রুটিন চলবে ।"

হৃতিক এই টুইটকে নিজের ওয়ালে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "আমি আশা করব, আপনারা এমন ক্ষমতা পান, যাতে এই দেশের কেউ অভুক্ত ঘুমোতে না যায় । আপনারাই এই পৃথিবীর সত্য়িকারের সুপারহিরো ।"

আপাতত নিজের দুই ছেলে ও প্রাক্তন স্ত্রী সুজ়ানকে নিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন হৃতিক । নিত্যনতুন জিনিস শিখছেন তিনি, সময় কাটাচ্ছেন ছেলেদের সঙ্গে দাবা খেলে, পিয়ানো বাজিয়ে । তাঁর সর্বক্ষণের সঙ্গী সুজ়ান ।

ABOUT THE AUTHOR

...view details