মুম্বই : মুম্বই পৌরসভার কর্মীদের জন্য N95 ও FFP3 মাস্ক দান করার পর এবার 1 লক্ষ 20 হাজার দুস্থদের খাবার ব্যবস্থা করলেন হৃতিক রোশন । মানবিকতার নজির গড়লেন অভিনেতা ।
মুম্বইয়ের এক পরিচিত NGO-র সঙ্গে হাত মিলিয়ে এই পদক্ষেপ হৃতিকের । সেই NGO-র তরফ থেকে টুইট করে ধন্যবাদ জানানো হয়েছে অভিনেতাকে । লেখা হয়েছে, "আমাদের সংস্থা এখন সুপারস্টার হৃতিক রোশনকে পাশে পেয়েছে, এটা জানাতে পেরে আমরা খুবই খুশি । আমরা একসঙ্গে 1 লক্ষ 20 হাজার পুষ্টিকর খাবার পৌঁছে দেব দেশজুড়ে একাধিক বৃদ্ধাশ্রম, দিনমজুর ও দরিদ্রদের বাড়িতে । যতদিন না ওরা স্বাভাবিক কর্মজীবনে ফিরছে, ততদিন এই রুটিন চলবে ।"