মুম্বই : প্রায় 20 বছর আগে বলিউডে ডেবিউ করেছিলেন হৃত্বিক রোশন । লুকস, হাসি ও অভিনয় দিয়ে সবার মন জিতে নিয়েছিলেন তিনি । হয়ে উঠেছিলেন বলিউডের হার্টথ্রব । তবে এত বছর পরও নিজের শরীরকে ভাঙতে দেননি এই অভিনেতা । শরীর ঠিক রাখতে কড়া নিয়মের মধ্যেই থাকেন । সম্প্রতি 23 ঘণ্টা ধরে উপোস করেছিলেন তিনি । সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে সেই খবর ফ্যানদের জানান তিনি নিজেই ।
ছবিতে বরাবরই প্রশংসিত হয়েছে হৃত্বিকের নাচ ও অভিনয় । এখনও যথেষ্ট ফিট হৃত্বিকের শরীর । শরীরকে এখনও ভাঙতে দেননি তিনি । যা অনেক তারকাকেই অনুপ্রেরণা দেয় । আর লকডাউনের মধ্যে সারাক্ষণ বাড়িতে থেকে নিজের শরীর ফিট রাখা একটা চ্যালেঞ্জের বিষয় । তাই শরীর ফিট রাখতে নিয়মিত শরীরচর্চা করছেন হৃত্বিক । তবে শুধুমাত্র শরীরচর্চাতেই থেমে থাকেননি । শরীর ঠিক রাখতে সম্প্রতি 23 ঘণ্টা উপোসও করেন তিনি ।