পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শরীর ঠিক রাখতে 23 ঘণ্টা উপোস করলেন হৃত্বিক - hrithik roshan quarantine

লকডাউনে শরীর ও মনকে সুস্থ রাখতে বিভিন্ন কাজ করছেন তারকারা । কখনও শরীরচর্চা বা কখনও নিজেদের পছন্দের কাজ করতে দেখা যাচ্ছে তাঁদের । আর এবার শরীর ঠিক রাখতে 23 ঘণ্টা উপোস করলেন হৃত্বিক রোশন ।

sdf
sdf

By

Published : May 18, 2020, 11:37 AM IST

মুম্বই : প্রায় 20 বছর আগে বলিউডে ডেবিউ করেছিলেন হৃত্বিক রোশন । লুকস, হাসি ও অভিনয় দিয়ে সবার মন জিতে নিয়েছিলেন তিনি । হয়ে উঠেছিলেন বলিউডের হার্টথ্রব । তবে এত বছর পরও নিজের শরীরকে ভাঙতে দেননি এই অভিনেতা । শরীর ঠিক রাখতে কড়া নিয়মের মধ্যেই থাকেন । সম্প্রতি 23 ঘণ্টা ধরে উপোস করেছিলেন তিনি । সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে সেই খবর ফ্যানদের জানান তিনি নিজেই ।

ছবিতে বরাবরই প্রশংসিত হয়েছে হৃত্বিকের নাচ ও অভিনয় । এখনও যথেষ্ট ফিট হৃত্বিকের শরীর । শরীরকে এখনও ভাঙতে দেননি তিনি । যা অনেক তারকাকেই অনুপ্রেরণা দেয় । আর লকডাউনের মধ্যে সারাক্ষণ বাড়িতে থেকে নিজের শরীর ফিট রাখা একটা চ্যালেঞ্জের বিষয় । তাই শরীর ফিট রাখতে নিয়মিত শরীরচর্চা করছেন হৃত্বিক । তবে শুধুমাত্র শরীরচর্চাতেই থেমে থাকেননি । শরীর ঠিক রাখতে সম্প্রতি 23 ঘণ্টা উপোসও করেন তিনি ।

সম্প্রতি ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছিলেন হৃত্বিক । প্রথম ছবিটি বাড়ির ড্রয়িংরুমে দাঁড়িয়ে তোলেন তিনি । আর দ্বিতীয় ছবিতে একটি স্ক্রিন শট তুলে ধরা হয় । যেখানে লেখা উপোসের সময়, 23 ঘণ্টা 7 মিনিট ও 48 সেকেন্ড । ছবির ক্যাপশনে হৃত্বিক লেখেন, "23 ঘণ্টার উপোস"।

হৃত্বিকের উপোস করার এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন নেটিজ়েন সহ তারকারা । ছবি পোস্টের সঙ্গে সঙ্গে একাধিক কমেন্ট করা হয় সেখানে । হৃত্বিকের এই কাণ্ড দেখে অবাকও হয়ে যান অনেকেই । যাই হোক উপোস করে সুস্থই রয়েছেন হৃত্বিক ।

লকডাউনের মধ্যে এখন ছেলেদের সঙ্গেই রয়েছেন হৃত্বিক । তাদের সঙ্গেই কাটছে তাঁর সময় । এছাড়া হৃত্বিকের সঙ্গেই রয়েছেন প্রাক্তন স্ত্রী সুজান খানও । এই সময় ছেলেদের যাতে কোনও সমস্যা না হয় সেই কারণেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা দু'জনেই ।

ABOUT THE AUTHOR

...view details