মুম্বই : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে উত্তাল দেশ ৷ দেশের বিভিন্ন জায়গায় এই আইনের প্রতিবাদে দেখানো হচ্ছে বিক্ষোভ । এবার এনিয়ে মুখ খুললেন হৃত্বিক রোশন ।
নিদজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, "দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে অশান্তি চলছে তার জন্য একজন অভিভাবক ও দেশের নাগরিক হিসেবে আমি খুবই দুঃখিত । আমি প্রার্থনা যেন খুব তাড়াতাড়ি শান্তি ফিরে আসে । শিক্ষকদেরও পড়ুয়াদের থেকে শিক্ষা নেওয়া উচিত । আমি বিশ্বের কনিষ্ঠ গণতান্ত্রিক ব্যবস্থাকে স্যালুট জানাই ।"
নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে উত্তাল দেশ ৷ গত সপ্তাহেই লোকসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল । এরপর রাজ্যসভাতেও সেটি পাশ হয়ে যায় । তারপরই আইনে পরিণত হয় এই বিল । পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু, ক্রিশ্চান, শিখ, পার্সি, জৈন ও বৌদ্ধদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে এই আইনে ।
এরপর সেই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে । রবিবার এনিয়ে সরব হয় সেখানকার পড়ুয়ারা । ঘটনাস্থানে পুলিশ পৌঁছলে তাদের লক্ষ্য করে পড়ুয়ারা ইট-পাথর ছোড়ে বলে অভিযোগ । পালটা পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগও উঠেছে । ইতিমধ্যেই পুলিশের পদক্ষেপ নিয়ে সরব হয়েছেন বি টাউনের একাধিক তারকা । তাঁদের মধ্যে তাপসী পান্নু, স্বরা ভাস্কর, রাজকুমার রাও ও ভিক্রান্ত ম্যাসি অন্যতম । আর এবার মুখ খুলে সেই তালিকায় নাম লেখালেন হৃত্বিক রোশন ।
অন্যদিকে, CAA নিয়ে তেমনভাবে মুখ খোলেননি বরুণ ধাওয়ান । এ প্রসঙ্গে বরুণ বলেন, "ব্যক্তিগতভাবে আমি ভয় পাইনি । কাউকে ভয় পাই না । আমি দেশকে ও দেশের নাগরিকদের ভালোবাসি । এই ঘরে আমি নিরাপদ । আর এ বিষয়ে টুইট না করলেই ভুল ? টুইটের মানে আসলে কী ? দেশের সবাই টুইটার দেখেন ? এই বিষয়ে আলোচনা আমি আমার পরিবার ও বন্ধুদের সঙ্গে করি । মনে করি নিজেদের জীবনযাপনের পদ্ধতি পরিবর্তনের মাধ্যমেই পরিবর্তন আসবে ।"
এদিকে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর নেওয়া পুলিশি পদক্ষেপের বিষয়ে জিজ্ঞাসা করা হলে বরুণ বলেন, "দেশের চারিপাশে কী কী ঘটছে তা নিয়ে অনেকে অনেক কথা বলছে । আমরা মুম্বইতে বসে রয়েছি, কিন্তু ঘটনা অন্য কোথাও ঘটছে । 100 শতাংশ সঠিক না হয়ে কোনও বিষয়ে মন্তব্য করা একেবারেই ঠিক নয় । তবে শান্তিপূর্ণ প্রতিবাদের উপরে পদক্ষেপ নেওয়া হয় সেটা একেবারেই ঠিক নয় ।"