পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আনন্দ মিটস আনন্দ, গুরুপূর্ণিমায় গণিতজ্ঞকে শ্রদ্ধা হৃতিকের - রিয়েল লাইফ হিরো আনন্দ

যখন রিয়েল লাইফ আর রিল লাইফ মিলে যায়, তখন আনন্দ কুমারের সঙ্গে দেখা হয় হৃতিক রোশনের।

হৃতিক রোশন

By

Published : Jul 16, 2019, 9:34 PM IST

Updated : Jul 16, 2019, 10:16 PM IST

পাটনা : 'সুপার ৩০' ছবিতে ম্যাথ-ম্যাজিশিয়ান আনন্দ কুমারের চরিত্রে অভিনয় করছেন হৃত্বিক রোশন। আনন্দ কুমারের ৩০ জন ছাত্রের পাঠশালাকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যালয় মানা হয়। এরকম একজন শিক্ষককে গুরুপূর্ণিমার দিনে শ্রদ্ধা না জানালে হয়? রিল লাইফ আনন্দ কুমার অর্থাৎ হৃতিক সেই কাজটাই করলেন। বিহারে 'সুপার ৩০'-র প্রমোশনে গিয়ে আনন্দ কুমারের পা ছুঁয়ে প্রণাম করলেন অভিনেতা।

বিহারে ইতিমধ্যেই করমুক্ত হয়েছে 'সুপার ৩০'। কারণ আনন্দ কুমার পাটনার বাসিন্দা। বিকাশ বহলের পরিচালনায় এই ছবিতে আনন্দের মতো অনুপ্রেরণামূলক একটি চরিত্রে অভিনয় করতে পেরে সত্যিই সম্মানিত বোধ করছেন হৃতিক, জানালেই নিজেই।

ভিডিয়োতে দেখে নিন শ্রদ্ধাজ্ঞাপনের সেই বিশেষ মুহূর্তটি...

দেখুন ভিডিয়ো...
Last Updated : Jul 16, 2019, 10:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details