পটনা : অভিনেতা হৃতিক রোশন বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদির সঙ্গে দেখা করলেন । বিহারে 'সুপার ৩০'-কে করমুক্ত করায় জানালেন ধন্যবাদও । অন্যদিকে, ছবির সফলতার জন্য হৃতিককে অভিনন্দন জানালেন সুশীল মোদি ।
সুশীল মোদির সঙ্গে দেখা করার কয়েকটি ছবি টুইটারে শেয়ার করেছেন হৃতিক । ক্য়াপশনে লেখেন, "সুশীল জি আপনার সঙ্গে দেখা করে আমি অনেক অনুপ্রেরণা পেলাম । দেখা করার জন্য ধন্যবাদ ।" 'সুপার ৩০'-কে করমুক্ত করার জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপমুখ্যমন্ত্রী সুশীল মোদিকে ধন্যবাদ জানালেন বলিউডের 'কৃষ' ।