পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

NASA-তে ট্রেনিংয়ের জন্য বাচ্চাদের সাহায্য সুশান্তের

নিজের স্বপ্ন পূরণ হয়নি । তাই যে সমস্ত বাচ্চাদের স্বপ্ন অ্যাস্ট্রোনট হওয়ার বা NASA-র ট্রেনিং নেওয়ার তাদের স্বপ্ন পূরন করার জন্য় সাহায্য করেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত ।

সুশান্ত

By

Published : Sep 5, 2019, 5:55 PM IST

মুম্বই : নিজের অ্যাস্ট্রোনট হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেননি অভিনেতা সুশান্ত সিং রাজপুত । তাই ভবিষ্যতে যারা স্পেসে করে উড়তে চায় তাদের নিজের সাধ্য মতো সাহায্য় করছেন অভিনেতা ।

সুশান্ত বলেন, "যখন আমি ছোটো ছিলাম তখন আমার স্বপ্ন ছিল অ্যাস্ট্রোনট হওয়ার । কিন্তু আমি জানতাম না তার জন্য কোথায় যেতে হবে । আমি সবসময়ই NASA-তে যেতে চেয়েছিলাম । কিন্তু প্রতিবারই তা খারিজ হয়ে যায় । তাই আমি একটি শক্তিশালী দূরবীন কিনেছিলাম, যা চাঁদের আলোতে অনেক জ়ুম করতে পারে । দু'বছর আগে NASA যাওয়ার একটি সুযোগ আমি পাই । সেখানে একটি ছোটো ওয়ার্কশপও করি । একবছর পর NASA-তে দু'জন বাচ্চাকে পাঠায় । তারা খুবই বুদ্ধিমান । তাদের মধ্যে একজন সেখানে গোল্ড মেডেলও যেতে । এখন সে অ্যাস্ট্রোনট হওয়ার ট্রেনিংও পাচ্ছে । এবারে NASA-তে 100 জন বাচ্চাকে পাঠানোর পরিকল্পনা করছি আমি ।"

চন্দ্রযান-২ এর ল্যান্ডিং নিয়ে ন্যাশনাল জিওগ্রাফিকের একটি শো-তে আউটার স্পেসের প্রতি নিজের আকর্ষণের কথা বলবেন সুশান্ত ।

চাঁদে জমি কিনেও রেখেছেন 'কাই পো চে'-র এই অভিনেতা । চাঁদের যে জায়গার জমি কিনেছেন সুশান্ত সেটি "সি অফ মাসকোভি" নামে পরিচিত ।

ABOUT THE AUTHOR

...view details