পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শাহরুখের অফিস যখন কোয়ারেন্টাইন সেন্টার, সামনে এল ভিডিয়ো - quarantine facility

কোয়ারেন্টাইন সেন্টারের জন্য প্রস্তুত শাহরুখের চারতলা অফিস । সামনে এসেছে সেই ভিডিয়ো ।

sdf
sdf

By

Published : Apr 24, 2020, 2:09 PM IST

মুম্বই : কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনকে (BMC) নিজেদের চারতলা অফিস দিয়েছিলেন শাহরুখ খান । ইতিমধ্যেই কোয়ারেন্টাইন সেন্টারের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে সেই অফিস । কেমন দেখতে হয়েছে অফিসের ভেতর ? সম্প্রতি ইনস্টাগ্রামে সেই ছবি তুলে ধরেন গৌরী খান ।

ভিডিয়োর শুরুতেই তুলে ধরা হয়েছে বিল্ডিংয়ের ছবি । এরপর রোগীদের জন্য ভিতরে থাকা শয্যার ছবিও তুলে ধরা হয় । প্রাথমিকভাবে অফিসে 22টি শয্যার ব্যবস্থা করা হয়েছে । আর একটি শয্যার সঙ্গে অন্য শয্যার দূরত্বও রাখা হয়েছে নিয়ম মেনেই ।

ভিডিয়ো শেয়ারের সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করেন তারকারা । গৌরী ও শাহরুখের এই উদ্যোগের প্রশংসা করেছেন ফারাহ খান । লেখেন, "তোমরা দু'জনে খুব ভালো কাজ করেছ ।"

কোয়ারেন্টাইন সেন্টারের জন্য যে শাহরুখ নিজের অফিস BMC-কে দিচ্ছেন সেই খবর সোশাল মিডিয়ায় জানানো হয় BMC-র তরফেই । এরপর শাহরুখ ও গৌরিকে ধন্যবাদও জানায় তারা । টুইটারে লেখে, "শাহরুখ খান ও গৌরি খানকে আমাদের ধন্যবাদ । তাঁরা তাঁদের পার্সোনাল অফিস আমাদের হাতে তুলে দিয়েছেন আমাদের কোয়ারেন্টাইন সেন্টার বাড়ানোর জন্য । সেখানে শিশু, নারী-পুরুষ প্রত্যেকের জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট মজুত থাকবে ।"

তবে এখানেই শেষ নয় । কোরোনা মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ড সহ একাধিক তহবিলে অনুদান দিয়েছেন শাহরুখ । পাশাপাশি মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের হাতে 25 হাজার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (PPE) কিট তুলে দেন তিনি । এর জন্য তাঁকে ধন্যবাদ জানান মহারাষ্ট্রের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী রাজেশ তোপে ।

ABOUT THE AUTHOR

...view details