পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ছেলে নগ্ন, কী বললেন রাজকুমারের বাবা-মা ? - রাজকুমার রাওয়ের খবর

দিবাকর ব্যানার্জি পরিচালিত 'লভ সেক্স ঔর ধোকা' ছবিতে প্রথমবার নগ্ন দৃশ্যে অভিনয় করেছিলেন রাজকুমার রাও। বাবা-মাকে কীভাবে বলেছিলেন সেই কথা? IANS-কে জানালেন অভিনেতা।

Rajkumar Rao Nude scene

By

Published : Oct 29, 2019, 9:50 PM IST

মুম্বই : 'লভ সেক্স ঔর ধোকা' ছবিতেই ডেবিউ করেন রাজকুমার রাও। আর এই ছবিতেই নগ্ন দৃশ্যে অভিনয় করতে দেখা যায় তাঁকে। বাবা-মাকে এই খবরটা দেওয়া তাঁর জন্য জীবনের অন্যতম কঠিন কাজ ছিল। IANS-কে তেমনই জানালেন রাজকুমার।

তিনি বললেন, "দিবাকর আমায় বলেন যে, ছবিতে এমন একটি দৃশ্য রয়েছে যেখানে আমাকে নগ্ন হতে হবে।" সেই সময় "কোনও ব্যাপার নয়, এটা আমার কাজ" বলে দিলেও রাজকুমার জানতেন যে, তাঁর বাবা-মা ও পরিবারকে এই খবর দিতে হবে এবং সেটা তাঁর জন্য খুবই কঠিন হতে চলেছে।

শহিদ- ছবির দৃশ্য

রাজকুমার বলেন, "আমি ওঁদের বলেছিলাম, জিজ্ঞাসা করিনি, শুধু বলেছিলাম। বলেছিলাম যে, আমি একটা ছবির অফার পেয়েছি যেখানে আমায় সম্পূর্ণ নগ্ন হতে হবে। তবে সামনে থেকে নয়, শুধুমাত্র পিছন থেকে। এই কথা শুনে ওঁরা একদম ঠান্ডা ভাবে নেয়, ওঁরা কোনও প্রতিক্রিয়া দেয়নি। এই ব্যাপারে আর কোনও কথাই বলেননি ওঁরা।" রাজকুমারের চিন্তা দূর হয় এরপর।

রাজকুমার এরপরও 'শহিদ' ও 'ওমের্তা' ছবিতে চিত্রনাট্যের প্রয়োজনে নগ্ন দৃশ্যে অভিনয় করেছেন। আর প্রতিটা ছবিই খুব প্রশংসা পেয়েছে সমালোচক ও দর্শকের কাছে।

ABOUT THE AUTHOR

...view details