পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাড়িবন্দী জীবনে কীভাবে উদ্বেগ কাটাচ্ছেন নূপুর ?

দিনের পর দিন বাড়িতে থাকতে থাকতে একটা মানসিক অবসাদ এসে যাওয়া স্বাভাবিক । তবে সেটাকে কাটানো আমাদের দায়িত্ব । কীভাবে পরিস্থিতিটা সামলাচ্ছেন অভিনেত্রী ও গায়িকা নূপর স্যানন ?

nupur sanon on lockdown anxiety
nupur sanon on lockdown anxiety

By

Published : Jun 5, 2020, 7:54 AM IST

মুম্বই : এই কঠিন সময়ে শুধু শারীরিকভাবে নয়, আমাদের মানসিকভাবেও সুস্থ থাকতে হবে । কারণ শরীরের উপর মনের প্রভাব মারাত্মক । বাড়িবন্দী জীবনে কীভাবে উদ্বেগ কাটাচ্ছেন নূপুর স্যনন ? জানালেন নিজেই ।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন নূপুর । সেখানে তাঁর বাড়িতে কাটানো সময়ের ছোটো ছোটো মুহূর্ত তুলে ধরেছেন অভিনেত্রী । আর বিভিন্ন কাজকর্মের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেই শান্ত থাকছেন নূপুর ।

.

একটু কবিতা লেখা, একটু যোগব্যায়াম করা, পোষ্যদের সঙ্গে সময় কাটানো, আইসক্রিম খাওয়া- এরকম সিম্পল কাজকর্মের মাধ্যমে আনন্দ খুঁজে নিচ্ছেন নূপুর ।

ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, "এই সময় সবাই খুব উদ্বিগ্ন আর অস্থির হয়ে উঠছে, আমারই মতো । তাই আমি বসে বসে সময় নষ্ট না করে, এমন সব কাজকর্ম করছি, যেগুলো আমায় খুশি রাখছে, শান্ত রাখছে ।"

তাঁর এই লাইফস্টাইল সবাইকে অনুপ্রাণিত করবে, আশা নূপুরের । দেখে নিন পোস্ট..

ABOUT THE AUTHOR

...view details