পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'কত নীচে নামবে,' ট্রোলারের উদ্দেশ্যে সোনু - ফের ট্রোলের শিকার সোনু

মুখে মাস্ক না পরে রক্তদান করার ছবি সোশাল মিডিয়াতে আসা মাত্রই ট্রোলড হলেন সোনু নিগম ৷ সেই প্রেক্ষিতেই ট্রোলারদের কড়া জবাব দিলেন তিনি ৷

sonu nigam
sonu nigam

By

Published : May 10, 2021, 1:31 PM IST

মুম্বই , 10 মে : ফের ট্রোলের শিকার সোনু ৷ মুখে মাস্ক না পরে তাঁর রক্তদান করার ছবি ইন্টারনেটে আসা মাত্রই নেটিজেন দ্বারা ট্রোলড হলেন তিনি ৷

তবে এবার মুখ খুললেন সোনু ৷ কড়া জবাব দিয়ে জানিয়ে দিলেন তিনি যা করেছেন উচিত করেছেন ৷

সোনুর প্রতিক্রিয়া

আরও পড়ুন :বিগ বি-র মানবিকতায় খুশি দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি

সম্প্রতি সোশাল মিডিয়াতে সোনুকে রক্তদান করতে দেখা যায় ৷ যেখানে তিনি মুখে মাস্ক না পরে বেডে শুয়ে আছেন রক্তদানের জন্য ৷ এই ছবি দেখেই নেটিজেনের একদল বলে, যথেষ্ট স্বাস্থ্য সচেতন নন সোনু ৷ নিজের মুখে মাস্ক না পরেই রক্তদান করতে এসেছেন রক্তদান শিবিরে ৷

এই নিয়ে ক্রমাগত ট্রোলড হওয়ার পর অবশেষে নীরবতা ভাঙলেন গায়ক ৷ জানালেন, মুখে মাস্ক পরে কখনও রক্তদান করার পরামর্শ দেয় না স্বাস্থ্যকর্মীরা ৷ এটা স্বাস্থ্যের পক্ষে অস্বাস্থ্যকর ৷

তিনি বলেন, "এখানে যে সকল আইনস্টাইনরা রয়েছেন তাঁদের উদ্দেশ্যে বলি আর সেই ভাষাতেই বলি যার তোমরা যোগ্য ৷ মুখে মাস্ক পরে কখনও রক্তদান করা যায় না ৷ কত নীচে নামবে ৷ "

ABOUT THE AUTHOR

...view details