পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সম্পর্ক উদযাপন - ভূমি পেদনেকরের খবর

ভূমি পেদনেকরের বোন সমীক্ষা পেদনেকরের । দুই বোনের সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে চর্চা বহু । তারকা হলেও ভূমির সঙ্গে তাঁর বোনের সম্পর্ক একইরকম রয়ে গেছে । 'ডলি কিটি ঔর ওহ চমকতে সিতারে' ছবিটিও দুই বোনের কেমিস্ট্রির গল্প বলে । তাই ছবিটি ভূমি তাঁর বোনের সঙ্গেই দেখবেন, উদযাপন করবেন সিস্টারহুড ।

Bhumi Pednekar in Dolly Kitty Aur Woh chamkte sitare
Bhumi Pednekar in Dolly Kitty Aur Woh chamkte sitare

By

Published : Sep 17, 2020, 12:39 PM IST

মুম্বই : খাঁচায় বন্দি জীবন নয়, ওরা দু'জন উড়তে চেয়েছিল । নিজের মনের করে বাঁচতে চেয়েছিল । মধ্যবিত্ত পরিবারের অদৃশ্য শিকলগুলোকে ভেঙে নিজের শরীর-মনকে প্রাধান্য দিতে চেয়েছিল । ওরা মানে ডলি আর কিটি । তাদেরই গল্প বলবে 'ডলি কিটি ঔর ওহ চমকতে সিতারে' । দুই বোনকে নিয়ে তৈরি এই ছবি নিজের বোনের সঙ্গেই দেখতে চান ভূমি ।

IANS-কে অভিনেত্রী বললেন, "সমীক্ষা আর আমি একসঙ্গে ছবিটা দেখব । আমরা অলরেডি বুসানে দেখে ফেলেছি ছবিটা । আমাদের একসঙ্গে কাটানো সেরা সময় ওটা । তাই নেটফ্লিক্সে মুক্তি পেলে আবার ছবিটা দেখব । দুই বোনের স্পেশাল স্ক্রিনিং হবে ।"

নিজের বোনকে নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত ভূমি । বললেন, "আমরা একদম একরকম, অথচ পুরোপুরি আলাদা দু'টো মানুষ । ঠিক ডলি আর কিটির মতো । ওঁর সঙ্গে সিনেমাটা আবার দেখতে মুখিয়ে রয়েছি আমি ।"

নানাবিধ কারণের জন্য অনেকদিন ধরেই আটকে ছিল অলংকৃতা শ্রীবাস্তব পরিচালিত এই ছবি । তবে আর দেরি নয় । 18 সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি । কঙ্কনা সেন শর্মা আর ভূমি পেদনেকর ছাড়াও ছবিতে রয়েছেন বিক্রান্ত মাসে, অমল পরাসর, করণ কুন্দ্র, কুব্রা সইতের মতো অভিনেতারা ।

ABOUT THE AUTHOR

...view details