মুম্বই : 'হাউজ়ফুল' ফ্র্যাঞ্চাইজ়ির প্রতিটা ভাগেই রয়েছে বিশাল কাস্টিং । অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ প্রতিটি ভাগেই কমন । বাকি চরিত্ররা বদলেছে এক একটি ভাগে । শোনা যাচ্ছে এই প্রতিটি চরিত্রকে একসঙ্গে করে মুক্তি পাবে 'হাউজ়ফুল 5' ।
এই খবর যদি সত্যি হয় তাহলে অক্ষয় আর রীতেশের সঙ্গে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, অভিষেক বচ্চন, জ্যাকলিন ফার্নান্ডেজ়, কৃতি স্যানন, ববি দেওল সহ আরও অনেকে থাকবেন একই ছবিতে । এত বড় কাস্টিং নিয়ে বলিউডে কোন ছবি হয়েছে বলা মুশকিল ।