মুম্বই : বেশ ভালো রকম ব্যবসা দিয়েই বক্স অফিসে উদ্বোধন হল 'হাউজ়ফুল 4'-এর। প্রথম দিনেই প্রায় 19 কোটি টাকা উপার্জন করল অক্ষয় অভিনীত ও ফারহাদ সামজী পরিচালিত এই ছবি।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর টুইটারে জানিয়েছেন, "প্রথম দিনে একটা ভালো সংখ্যা দিয়ে শুরু করল 'হাউজ়ফুল 4'..কিন্তু সন্ধ্যেবেলা বেশি উপার্জন হয়নি, কারণ দীপবলীর উৎসব ছিল চারিদিকে। সোমবার অর্থাৎ মুক্তির চতুর্থ দিনটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই সময় দিওয়ালির সেলিব্রেশন শুরু হবে ও সবাই পরিবারকে নিয়ে সিনেমাহলে যাবে।"