পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রানাঘাটের 'রাণুদি'-কে প্লেব্যাকের সুযোগ দিলেন হিমেশ - রাণু মণ্ডলের প্লেব্যাক

ইন্টারনেট সেনসেশন রাণু মণ্ডলকে মনে আছে নিশ্চয়ই। ভোলার কথাও নয় তাঁকে। শত দারিদ্র্যের মধ্যেও তাঁর কণ্ঠে সরস্বতীর বাস। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর মুম্বই থেকে ডাক পেয়েছেন রাণুদেবী। এবার প্লেব্যাকের অফার পেলেন সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার কাছ থেকে।

রাণু মণ্ডলের প্লেব্যাক

By

Published : Aug 22, 2019, 6:59 PM IST

মুম্বই : হিমেশ রেশমিয়ার 'হ্যাপি হার্ডি অ্যান্ড হির' ছবিতে প্লেব্যাক করার অফার পেলেন রাণু মণ্ডল। IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর।

গানের রিয়েলিটি শো 'সুপারস্টার সিঙ্গার'-এ বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে রাণুদেবীকে। সেই শোয়ের অন্যতম বিচারক হিমেশ রেশমিয়া। সেখানেই রাণুদেবীর সঙ্গে আলাপ হিমেশের।

বাড়িতে রাণু...

IANS-কে হিমেশ বলেন, "আজ আমি রাণুজীর সঙ্গে দেখা করলাম। ওঁর মধ্যে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। ওঁর গান শুনে আমি মুগ্ধ। তাই আমার পক্ষে যতটা করা সম্ভব সেটা না করে পারলাম না আমি।"

শো চলাকালীন হিমেশ...

হিমেশ আরও বলেন, "ওঁর গান সারা বিশ্বের শোনা উচিত। আমার পরবর্তী ছবি 'হ্যাপি হার্ডি অ্যান্ড হির'-এ গান করে ওঁর কণ্ঠ সারা দুনিয়ার কাছে পৌঁছে দিতে সাহায্য করব আমি।"

রাণু মণ্ডলের করা প্রথম প্লেব্যাক গানের টাইটেল 'তেরি মেরি কাহানি'।

ABOUT THE AUTHOR

...view details