মুম্বই : সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ার পাতায়। সেখানে দেখা যাচ্ছে এক মহিলা রানু মণ্ডলের সঙ্গে সেলফি তুলতে চাওয়ায় তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছেন গায়িকা। এরপরই সমালোচনার ঝড় বয়ে যায় রানুকে নিয়ে। এই প্রসঙ্গে প্রশ্ন করা হয় হিমেশ রেশমিয়াকে। কিন্তু, প্রশ্ন শুনেই মেজাজ হারালেন তিনি।
হিমেশ বলেন, "আমি কি রানু মণ্ডলের ম্যানেজার? ওঁকে (রানু) নিয়ে এই জাতীয় প্রশ্নের উত্তর কীভাবে প্রত্যাশা করেন আপনারা? রানু একমাত্র ব্যক্তি নয়, যাকে আমি এই ইন্ডাস্ট্রিতে ব্রেক দিয়েছি। দর্শন রাওয়াল, শ্যানন কে, পলক মুছল - আমি এদের সবাইকে লঞ্চ করেছি।"