মুম্বই : 'হ্যাপি হার্ডি অ্যান্ড হির' ছবিতে হিমেশের সুরে রাণু মণ্ডলের 'তেরি মেরি কাহানি' রীতিমতো ন্যাশনাল সেনসেশন হয়ে উঠেছিল। এবার সেই একই ছবির জন্য গান করলেন আর এক বাঙালি কন্যা। তাঁর নাম শ্যানন কে.। বিখ্যাত গায়ক কুমার শানুর মেয়ে তিনি।
সোশাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই খবর জানালেন স্বয়ং হিমেশ। রেকর্ডিং স্টুডিয়োর ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, "আরও একটা অসাধারণ কণ্ঠ, 'হ্যাপি হার্ডি অ্যান্ড হির' ছবিতে আমার সঙ্গে 'টিকটক' গানে শোনা যাবে এই কণ্ঠ। আর ইনি লেজেন্ডারি কুমার শানুর মেয়ে শ্যানন কে.।"