পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রাণুর পর এবার এক বিখ্যাত বাঙালি স্টারকিডকে ব্রেক, ফের চর্চায় হিমেশ - Kumar Shanu latest news

কয়েক মাস আগেই রানাঘাটের রাণু মণ্ডলকে প্লেব্যাকের সুযোগ দিয়ে চর্চায় এসেছিলেন হিমেশ রেশমিয়া। ফের চর্চায় তিনি। কারণ, আরও এক বাঙালি কন্যাকে প্লেব্যাকের সুযোগ করে দিলেন এই সংগীত পরিচালক। কোন বিখ্যাত বাঙালি গায়কের মেয়ে বলুন তো ইনি?

Himesh Reshmiya with Kumar Shanu's daughter

By

Published : Nov 7, 2019, 7:53 AM IST

Updated : Nov 7, 2019, 8:30 AM IST

মুম্বই : 'হ্যাপি হার্ডি অ্যান্ড হির' ছবিতে হিমেশের সুরে রাণু মণ্ডলের 'তেরি মেরি কাহানি' রীতিমতো ন্যাশনাল সেনসেশন হয়ে উঠেছিল। এবার সেই একই ছবির জন্য গান করলেন আর এক বাঙালি কন্যা। তাঁর নাম শ্যানন কে.। বিখ্যাত গায়ক কুমার শানুর মেয়ে তিনি।

সোশাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই খবর জানালেন স্বয়ং হিমেশ। রেকর্ডিং স্টুডিয়োর ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, "আরও একটা অসাধারণ কণ্ঠ, 'হ্যাপি হার্ডি অ্যান্ড হির' ছবিতে আমার সঙ্গে 'টিকটক' গানে শোনা যাবে এই কণ্ঠ। আর ইনি লেজেন্ডারি কুমার শানুর মেয়ে শ্যানন কে.।"

এই পোস্টের মাধ্যমে হিমেশ এটাও জানালেন যে, এই ছবির অফিশিয়াল ট্রেলার ও রাণুর গাওয়া আরও একটা গান 'আশিকি মেঁ তেরি' মুক্তি পাবে এই মাসেই। 2020 সালের 3 জানুয়ারি মুক্তি পাবে 'হ্যাপি হার্ডি অ্যান্ড হির', যেখানে সংগীত পরিচালনা করার সঙ্গে অভিনয়ও করেছেন হিমেশ। তাঁর বিপরীতে রয়েছেন পাঞ্জাবী অভিনেত্রী সোনিয়া মান।

দেখে নিন হিমেশের শেয়ার করা সেই ভিডিয়ো...

Last Updated : Nov 7, 2019, 8:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details