মুম্বই : কয়েকদিন আগে কোরোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের হলি স্পিরিট হাসপাতালে ভরতি হন হিমানী শিবপুরি । তবে এখনও তাঁর কোরোনা পরীক্ষার নেগেটিভ আসেনি । তা সত্ত্বেও হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল তাঁকে । 15 দিন তাঁকে হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ।
এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে হিমানী বলেন, "আমার শরীর এখন আগের থেকে অনেকটাই ভালো । সেই কারণে চিকিৎসকরা এখন আমাকে হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দিয়েছেন । 15 দিন কোয়ারানটিনে থাকার পর ফের পরীক্ষা হবে ।"