মুম্বই : কোরোনা আতঙ্কের জের । আম জনতার পাশাপাশি গৃহবন্দী বলিউডের সব তারকাই । এই পরিস্থিতির মধ্যে ফ্যানদের বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকেই । আবার কেউ ভিডিয়ো বার্তার মাধ্যমে সবাইকে সচেতন করছেন । কয়েকজন তারকা আবার ডুব দিচ্ছেন নিজেদের ফোনের গ্যালারিতে । সেখান থেকে বের করে নিয়ে আসছেন পুরোনো সব ছবি । সোশাল মিডিয়ায় একের পর এক সেগুলি পোস্ট করছেন তাঁরা । আর এই তালিকায় রয়েছেন তাপসী পান্নুও ।
সোশাল মিডিয়ায় এখন একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে । নিজের নতুন ও পুরোনো ছবি শেয়ার করছেন অনেকেই । আর সেই ট্রেন্ডেই গা ভাসিয়ে দিয়েছেন তাপসীও । ইনস্টাগ্রামে নিজের পুরোনো একটি ছবি শেয়ার করেন তিনি । ছবিতে 'পিঙ্ক' সিনেমার জন্য ট্যাটুর ট্রায়াল দিচ্ছিলেন । 2016-তে মুক্তি পাওয়া এই ছবিতে মিনালের চরিত্রে অভিনয় করেন তিনি । আর সেই চরিত্রের সঙ্গে মানানসই ট্যাটু করতে হয়েছিল তাঁকে । সম্প্রতি তাঁর শেয়ার করা ছবিতে চলছিল তারই ট্রায়াল ।