পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নতুন বছরে ফের ক্যাটরিনার সঙ্গে জুটি বাঁধবেন সলমান - টাইগার 3 এর শুটিং

আসছে টাইগার ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি । এই ছবির মাধ্যমে ফের একসঙ্গে বড় পরদায় স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সলমান ও ক্যাটরিনাকে । সব ঠিক থাকলে আগামীবছর মার্চে শুরু হবে এই ছবির শুটিং ।

sda
asd

By

Published : Dec 23, 2020, 10:54 AM IST

মুম্বই : আবারও বড় পরদায় ফিরতে চলেছে টাইগার ও জ়োয়ার দুঃসাহসিক কাহিনি । আসছে টাইগার ফ্র্যাঞ্চাইজ়ির পরবর্তী ছবি 'টাইগার 3'। 2021-এর মার্চ থেকে শুরু হবে শুটিং ।

এই মুহূর্তে আপকামিং ছবি 'অন্তিম'-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সলমান খান । সেখানে এক পঞ্জাবি পুলিশ আধিকারিকের চরিত্রে দেখা যাবে তাঁকে । এছাড়াও ছবিতে রয়েছেন আয়ুষ শর্মা । এই ছবির মাধ্যমে প্রথমবার ভগিনীপতি আয়ুষের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি ।

'এক থা টাইগার'-এর একটি দৃশ্যে সলমান ও ক্যাটরিনা

এছাড়াও 'কিক 2' ও 'কাভি ইদ কাভি দিওয়ালি'-র মতো ছবি রয়েছে সলমানের হাতে । শীঘ্রই এই দুটি ছবির শুটিংও শুরু হবে বলে জানা গিয়েছে । তার মাঝেই শোনা যাচ্ছে, মণীশ শর্মার 'টাইগার 3' ছবির শুটিং শুরু করবেন সলমান । মার্চের তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হবে শুটিং । ছবির কিছু অংশের শুটিং হবে মুম্বইতে । আর মুম্বইয়ের শুটিং শেষ করেই মধ্যপ্রাচ্যে পাড়ি দেবে টিম 'টাইগার 3'। তারপর ফের মুম্বইতে ফিরে ছবির ক্লাইম্যাক্সের শুটিং করবেন বলে জানা গিয়েছে ।

'টাইগার জ়িন্দা হ্যায়'-এর একটি দৃশ্যে সলমান ও ক্যাটরিনা

আগের দুটি ফ্র্যাঞ্চাইজ়ির তুলনায় 'টাইগার 3' আরও বড় করে তৈরি করা হবে বলে জানা গিয়েছে । তবে আপাতত 'অন্তিম'-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সলমান । অন্যদিকে, 'টাইগার 3'-এর কস্টিউম কী হবে তা নিয়ে ক্যাটরিনা কাইফ ব্যস্ত রয়েছেন বলে জানা গিয়েছে । নির্মাতাদের সঙ্গে এনিয়ে আলোচনাও করছেন তিনি ।

এছাড়া এই ছবির নাম এখনও ঠিক হয়নি । প্রাথমিকভাবে ছবির নাম 'টাইগার 3' দেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details