ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অক্টোবরে শুরু হবে অজয় দেবগন অভিনীত 'চাণক্য'-র শুটিং - Ajay Devgn Chanakya will go on floors

এবার চাণক্যর চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে । ছবির নাম 'চাণক্য'। অক্টোবর থেকে শুরু হবে শুটিং ।

dfg
rtg
author img

By

Published : Feb 25, 2020, 10:12 PM IST

মুম্বই : অক্টোবরে শুরু হবে আপকামিং ফিচার ফিল্ম 'চাণক্য'-র শুটিং । আজ একথা জানান পরিচালক নীরাজ পান্ডে । ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন ।

ছবিতে চাণক্যর চরিত্রে দেখা যাবে অজয়কে । পণ্ডিত, দার্শনিক ও রাজ উপদেষ্টা ছিলেন চাণক্য । মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যর উপদেষ্টাও ছিলেন তিনি ।

ছবির শুটিং সম্পর্কে পরিচালক বলেন, "অক্টোবর থেকে শুটিং শুরু হবে । এখন আমরা এই প্রোজেক্ট নিয়ে কিছু কাজ করছি । ছবির কাজ শুরুর আগে তা নিয়ে এই মুহূর্তে আমার কোনও প্রত্যাশা নেই । ভালো কাজের উপর বিশ্বাস করি আমি ।"

এই ছবিতেই প্রথমবার নীরাজের সঙ্গে কাজ করছেন অজয় দেবগন । 'আ ওয়েডনেস ডে', 'স্পেশাল 26' ও 'বেবি'-র মতো ছবি পরিচালনা করেছেন নীরাজ । 'চাণক্য' সম্পর্কে নীরাজ বলেন, "একটা যুগের গল্প তুলে ধরা হবে ছবিতে । এই ধরনের ছবি নিয়ে প্রথমবার কাজ করছি আমি । মৌর্যযুগের গল্প তুলে ধরা হবে । মনে হয় দর্শকদের ভালো লাগবে । শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি । জোরকদমে চলছে কাজ ।"

কয়েকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয় উপদেষ্টা অজিত ডোভালের উপর বায়োপিক তৈরি করতে চলেছেন নীরাজ । যদিও এই বিষয়ে কোনও ছবি বানাচ্ছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details