মুম্বই : প্রকাশ্যে এল 'জয়েশভাই জোরদার' ছবিতে রণবীর সিংয়ের ফার্স্টলুক । একজন ছাপোষা গুজরাতির চরিত্রে অভিনয় করবেন তিনি । একেবারে নতুন অবতারে দেখা গেছে তাঁকে ।
ছবিটি টুইটারে পোস্টও করেছেন রণবীর । ছবির ক্যাপশনে লেখেন, "জয়েশভাই হ্যায় একদম জোরদার"।
ছবিতে একটি প্রিন্টেড পোলো টি শার্ট ও ফেডেড ব্ল্যাক জিন্স পরতে দেখা গেছে তাঁকে । সব থেকে বড় বিষয় হল তাঁর চুল । যা একটা আলাদা মাত্রা দিয়েছে চরিত্রটিকে । এছাড়া চরিত্রটির জন্য গোঁফও রেখেছেন তিনি । গোটা বিষয়টি তাঁকে একটা ছাপোষা লুক দিয়েছে ।