পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"মনে বেঁচে থাকবে মামু", সুশান্তের মৃত্যুর পর বলছে ভাগ্নে

শ্বেতা লেখেন, "যখন আমি নির্বান্যকে বললাম মামু আর নেই, তখন সে আমায় বলে 'কিন্তু, সে তোমার মনের মধ্যে বেঁচে থাকবে'। এই কথা তিনবার বলে সে । যখন একটা 5 বছরের ছেলে এই কথা বলতে পারে তাহলে আমাদের কতটা বেশি স্ট্রং হতে হবে ভাবুন...।"

েো্
েো্

By

Published : Jun 17, 2020, 2:34 PM IST

মুম্বই : মামাকে খুবই ভালোবাসত 5 বছরের ছেলেটা । জন্মের পর থেকে মামার সঙ্গে একাধিক সুন্দর মুহূর্ত কাটিয়েছে সে । যদিও মামার মৃত্যুতে একটুও ভেঙে পড়তে দেখা যায়নি তাকে । কারণ ওই একরত্তি জানে যে তার 'মামু' সারাজীবন বেঁচে থাকবে তার মনের মধ্যে ।

রবিবার সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ঘনিষ্ঠদের দাবি, কয়েক মাস ধরে অবসাদে ভুগছিলেন তিনি । তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি তাঁর ফ্ল্যাট থেকে । ঠিক কী কারণে সুশান্ত আত্মঘাতী হন, তা জানা যায়নি এখনও পর্যন্ত । বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

প্রথমে সুশান্তের মৃত্যুর খবর পাননি তাঁর পরিবারের সদস্যরা । এরপর টিভি খুলে খবরটি দেখতে পান তাঁরা । প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না কেউই । এদিকে এই খবর দেখার পর থেকেই অসুস্থবোধ করতে শুরু করেন তাঁর বাবা কে কে সিং । বার বার অচৈতন্যও হয়ে পড়েন তিনি । খবর দেওয়া হয় অভিনেতার অ্যামেরিকা নিবাসী দিদি শ্বেতা সিং কৃতিকেও ।

ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েন তিনিও । এরপর 'মামু'-র মৃত্যুর কথা ছেলে নির্বান্যকেও জানান শ্বেতা । তবে ছেলের কথা শুনে অবাক হয়ে যান তিনি । 5 বছরের একটা বাচ্চা ছেলে যে কীভাবে এই ধরনের ইতিবাচক কথা বলতে পারে তা ভাবতেই পারেননি ।

আর ছেলের সেই কথা সোশাল মিডিয়ায় পোস্ট করেন শ্বেতা । লেখেন, "যখন আমি নির্বান্যকে বললাম মামু আর নেই, তখন সে আমায় বলে 'কিন্তু, সে তোমার মনের মধ্যে বেঁচে থাকবে'। এই কথা তিনবার বলে সে । যখন একটা 5 বছরের ছেলে এই কথা বলতে পারে তাহলে আমাদের কতটা বেশি স্ট্রং হতে হবে ভাবুন...।"


কোনও ভুল পদক্ষেপ না করার জন্যও ভাইয়ের ফ্যানদের কাছে অনুরোধ করেছেন শ্বেতা । লেখেন, "সুশান্তের ভক্তরা মনকে শক্ত করুন । আপনাদের মনে বেঁচে থাকবে সে । দয়া করে এমন কিছু করবেন না যা তার আত্মাকে কষ্ট দেয় । মন শক্ত করুন !"

এদিকে ভাইয়ের মৃত্যুর পর অ্যামেরিকা থেকে দেশে ফেরার টিকিট পাচ্ছিলেন না শ্বেতা । তারপর অনেক কষ্ট করে সেই টিকিট জোগাড় করেন তিনি । যদিও দেশে ফিরে সাতদিন কোয়ারানটিনে থাকতে হবে তাঁকে । তা নিয়ে খুবই চিন্তিত রয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details