মুম্বই : লকডাউনে বন্ধ সব..জিম থেকে শুরু করে রেস্তোরাঁ । তাই বাড়িতেই সব কাজ করতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটিদের । তবে সবসময় তো বাড়িতে জিমের মতো সেট-আপ পাওয়া মুশকিল । তাহলে উপায় ?
বাতলালেন প্রিয়াঙ্কা চোপড়া । বাড়িতে ডাম্বল না থাকলে কোনও মানুষকেই ডাম্বল হিসেবে ট্রিট করা যায়, দেখালেন অভিনেত্রী ।