পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ওয়েস্টার্ন পোশাকের থেকে শাড়িতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন কাজল - kajol in saree

ওয়েস্টার্ন পোশাক নয় । শাড়িতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি । তাই সুযোগ পেলেই যে কোনও অনুষ্ঠানে শাড়ি পরতে দেখা যায় তাঁকে ।

SDF
DSF

By

Published : Mar 27, 2020, 11:56 PM IST

মুম্বই : শাড়ি পরতে খুবই ভালোবাসেন কাজল । বেশিরভাগ অনুষ্ঠানেই তাঁকে দেখা যায় শাড়িতে । তবে ওয়েস্টার্ন পোশাক ছেড়ে কেন বার বার শাড়ির দিকেই ঝোঁকেন তিনি ? আসলে অন্য পোশাকের থেকে শাড়িতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন । সেই কারণেই বার বার শাড়িতে দেখা যায় তাঁকে । একথা নিজেই জানান কাজল ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাড়ি পরা নিয়ে কাজলকে প্রশ্ন করা হয় । তার উত্তরে তিনি বলেন, "আমি ওয়েস্টার্ন পোশাক পরতেও ভালোবাসি । কিন্তু, শাড়ি যে কোনও ভিড়ের মধ্যেও মানুষকে আলাদাভাবে তুলে ধরে । আর এই পোশাকে আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি । তাই যে কোনও অনুষ্ঠানে সুযোগ পেলেই শাড়ি পরি ।"

শাড়ির প্রতি কাজলের একটা আলাদা ভালোবাসা রয়েছে । এ প্রসঙ্গে তিনি বলেন, "শাড়ির সঙ্গে আমার একটা আলাদা ভালোবাসা রয়েছে । এর সঙ্গে আমি সঠিকভাবে একাত্ম হতে পারি । তাই শাড়ি কিনতেই থাকি । আমার কাছে বিভিন্ন ধরনের শাড়ি কালেকশন রয়েছে । যা আমার খুবই পছন্দ ।"

কাজের দিক থেকে শেষবার 'তানাজি : দা আনসাং ওয়ারিওর' ছবিতে দেখা গিয়েছিল কাজলকে । সেখানে অজয় দেবগনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এই ছবি । এরপর 'দেবি' শর্টফিল্মে দেখা যায় তাঁকে । এছাড়া ডিজিটালেও ডেবিউ করতে চলেছেন তিনি । নেটফ্লিক্সের 'ত্রিভঙ্গ' ছবিতে দেখা যাবে তাঁকে ।

ABOUT THE AUTHOR

...view details