মুম্বই : কঙ্গনা এখন আর শুধুমাত্র একজন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী নন । মহারাষ্ট্র সরকারের সঙ্গে এক বড় লড়াইয়ে জড়িয়েছেন তিনি । বলিউডের একাধিক প্রভাবশালীর বিরুদ্ধেও তিনি গলা চড়িয়েছেন । তাঁর অফিস ভেঙে দিয়ে গেছে BMC, তাঁকে দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি । তিনি এখন জাতীয়স্তরে চর্চার বিষয়বস্তু । এই অবস্থায় স্বাভাবিকভাবে মেয়ের জীবন নিয়ে আশঙ্কায় বাবা অমরদীপ রানাওয়াত ।
IANS-কে দেওয়া সাক্ষাৎকারে অমরদীপ বলেন, "পুরো দেশ যেভাবে ওঁর পাশে দাঁড়িয়েছে, আমি এখন ওঁর লড়াইটা বুঝতে পারি ।" মেয়ের লড়াইকে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করেন রানাওয়াত সাহেব ।
বাবা-মায়ের সঙ্গে মানালির বাড়িতে "একজন বাবা হিসেবে আমি সবসময় ওঁর সুরক্ষা নিয়ে চিন্তিত । ছেলেমেয়ে যত বড়ই হয়ে যাক না কেন, বাবা-মায়ের চিন্তা শেষ হয় না । তবে আজ আর আমি ভয় পাই না । আমি জানি এই লড়াইটা ওঁর জন্য কেন এত গুরুত্বপূর্ণ ।", আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন তিনি ।
মেয়ে সত্যের পথে আছে, তাতেই খুশি অমরদীপ । নারীর ক্ষমতায়ণ নিয়ে মেয়ে এত কিছু করছে ভেবে ভালো লাগছে তাঁর । একসময় কংগ্রেসের সমর্থন অমরদীপ আজ BJP দলের কাছে কৃতজ্ঞ । মেয়েকে Y প্লাস ক্যাটেগরির সুরক্ষা দেওয়ার জন্য তিনি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান । যদিও কেন্দ্রীয় মন্ত্রী কৃষণ রেড্ডি জানিয়েছেন যে, অমরদীপের অনুরোধেই কঙ্গনাকে Y প্লাস ক্যাটেগরির সুরক্ষা প্রদান করেছে কেন্দ্র ।