পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"এক হাতে তালি বাজে না"; অনুর সমর্থনে হেমা, ক্ষুব্ধ সোনা মহাপাত্র - সোনা মহাপাত্রর খবর

MeToo কেসে অভিযুক্ত অনু মালিককে সমর্থন করলেন গায়িকা হেমা সরদেসাই। হেমাকে পালটা জবাব দিলেন সোনা মহাপাত্র। অনুর বিরুদ্ধে অভিযোগকারীদের মধ্যে অন্যতম ছিলেন সোনা।

Sona Mahapatra hits Back Anu Malik

By

Published : Nov 7, 2019, 11:56 AM IST

মুম্বই : MeToo কেসে গতবছর নাম উঠেছিল অনু মালিকের। তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন সোনা মহাপাত্র, শ্বেতা পণ্ডিত ও নেহা ভসিন। কিন্তু, এই সমস্ত অভিযোগকে উড়িয়ে দিলেন আর এক গায়িকা হেমা সরদেসাই।

হেমার এই মন্তব্যে আশ্চর্য হয়ে গেছেন সোনা মহাপাত্র। হেমার লেখা পোস্টটি তুলে সোনা সেখানে লিখেছেন, "যাঁরা MeToo মুভমেন্টে নিজেদের দুর্বিসহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, তাঁদের ছোটো করার জন্য এক হাস্যকর ও যুক্তিহীন নোট এটি, যেটি একজন পুরোনো গায়িকা লিখেছেন। আমার মতে এই ধরনের মন্তব্য সিরিয়াসলি নেওয়া উচিৎ নয়।" হেমার লেখা সেই "হাস্যকর" নোটে লেখা রয়েছে যে, "অভিযোগকারীরা যে অন্যান্য সংগীত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন, তারা কি ভগবান ছিলেন? শুধুমাত্র পাবলিসিটি পাওয়ার জন্য কারো দিকে পাথর ছোঁড়াটা মেনে নেওয়া যায় না। আর এক হাতে তালি বাজে না।"

হেমার এই মন্তব্যের পালটা হিসেবে সোনা লিখেছেন, "যখন ধর্ষণ হয়, তখনও দু'টো শরীর লাগে। তাহলে কি ধর্ষিতাকে দোষ দিতে হবে? ভিক্টিমকে লজ্জা দেওয়া হচ্ছে এভাবে। এই কারণেই নিগৃহীতারা অভিযোগ জানানোর সাহস পায় না।"

PTI থেকে অনু মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি তোনও উত্তর দিতে চাননি।

ABOUT THE AUTHOR

...view details