মুম্বই : MeToo কেসে গতবছর নাম উঠেছিল অনু মালিকের। তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন সোনা মহাপাত্র, শ্বেতা পণ্ডিত ও নেহা ভসিন। কিন্তু, এই সমস্ত অভিযোগকে উড়িয়ে দিলেন আর এক গায়িকা হেমা সরদেসাই।
হেমার এই মন্তব্যে আশ্চর্য হয়ে গেছেন সোনা মহাপাত্র। হেমার লেখা পোস্টটি তুলে সোনা সেখানে লিখেছেন, "যাঁরা MeToo মুভমেন্টে নিজেদের দুর্বিসহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, তাঁদের ছোটো করার জন্য এক হাস্যকর ও যুক্তিহীন নোট এটি, যেটি একজন পুরোনো গায়িকা লিখেছেন। আমার মতে এই ধরনের মন্তব্য সিরিয়াসলি নেওয়া উচিৎ নয়।" হেমার লেখা সেই "হাস্যকর" নোটে লেখা রয়েছে যে, "অভিযোগকারীরা যে অন্যান্য সংগীত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন, তারা কি ভগবান ছিলেন? শুধুমাত্র পাবলিসিটি পাওয়ার জন্য কারো দিকে পাথর ছোঁড়াটা মেনে নেওয়া যায় না। আর এক হাতে তালি বাজে না।"