মুম্বই : লকডাউনকে অনেকেই সিরিয়াসলি নিচ্ছেন না । এদিকে কোরোনা আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে দিনে দিনে । তাই সোশাল মিডিয়ায় সতর্কবার্তা দিলেন সাংসদ হেমা মালিনী ।
তিনি বললেন, "দেশে সংক্রামিত মানুষের সংখ্যা বাড়ছে দিনে দিনে । কিছু লোক লকডাউনের নিয়ম মানছেন না । যদি আপনি চান যে, এই লকডাউন শেষ হোক, যাতে তৃতীয়বায় লকডাউন ঘোষণা করতে না হয়, তাহলে সোশাল ডিস্টেনসিং অভ্য়েস করতে হবে ।"