পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"লকডাউন না মানলে কিন্তু ভুগতে হবে", সতর্কবাণী হেমা মালিনীর

লকডাউনকে যারা সিরিয়াসলি নিচ্ছেন না তাদের উপযুক্ত শাস্তি হবে, সোশাল মিডিয়ায় সতর্কবাণী হেমা মালিনীর ।

By

Published : Apr 26, 2020, 7:22 PM IST

hema malini urges
hema malini urges

মুম্বই : লকডাউনকে অনেকেই সিরিয়াসলি নিচ্ছেন না । এদিকে কোরোনা আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে দিনে দিনে । তাই সোশাল মিডিয়ায় সতর্কবার্তা দিলেন সাংসদ হেমা মালিনী ।

তিনি বললেন, "দেশে সংক্রামিত মানুষের সংখ্যা বাড়ছে দিনে দিনে । কিছু লোক লকডাউনের নিয়ম মানছেন না । যদি আপনি চান যে, এই লকডাউন শেষ হোক, যাতে তৃতীয়বায় লকডাউন ঘোষণা করতে না হয়, তাহলে সোশাল ডিস্টেনসিং অভ্য়েস করতে হবে ।"

আর না মানলে ? হেমা বললেন, "প্রশাসনের নিয়ম মেনে চলুন । যদি না মানেন তাহলে নিজেকে ও আপনার পরিবারকে ভুগতে হবে । আমার সঙ্গে সঙ্গে পুরো দেশ এটাই চায় যে, লকডাউন তাড়াতাড়ি শেষ হয়ে যায় ।"

তবে এই প্রথমবার নয়, এর আগেও হেমা মালিনী সোশাল মিডিয়ার মাধ্যমে সতর্কতা জারি করার চেষ্টা করেছেন । মাস্ক হিসেবে কী কী ব্যবহার করা যেতে পারে তার পরামর্শ দিয়েছেন ।

দেখে নিন হেমার ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details