মুম্বই : কৃষক আন্দোলন নিয়ে দেশ তোলপাড় । আন্তর্জাতিক স্তরেও সাড়া ফেলেছে এই প্রতিবাদ মিছিল । আর এই সমর্থন দেখে অবাক হয়ে যাচ্ছেন দেশের সাংসদ হেমা মালিনী ।
হেমা বলেন, "বিদেশীদের কাছে ভারত তো শুধুমাত্র একটা নাম । তাও তারা আমাদের দেশ, জাতীয় নীতি এসব নিয়ে মন্তব্য করছেন । দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ।"
কাকে খুশি করতে এসব করছেন তাঁরা ? প্রশ্ন তুলেছেন হেমা । এসব করে কী অর্জন করতে চাইছেন তাঁরা ? বুঝে উঠতে পারছেন না বিজেপি সাংসদ ও অভিনেত্রী হেমা মালিনী ।
তিনটি কৃষি আইনের প্রতিবাদে কয়েকমাস ধরেই আন্দোলন করছেন কৃষকরা । দিল্লির একাধিক সীমান্ত এলাকায় চলছে আন্দোলন । তবে আন্দোলনটি আর শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই । দেশের গন্ডি পেরিয়ে আমেরিকাতেও ছড়িয়ে পড়েছে আন্দোলনের রেশ ।
সোশাল মিডিয়ার মাধ্য়মে কৃষকদের সমর্থন জানিয়েছেন আন্তর্জাতিক পপ সেনসেশন রিয়ানা ও পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ । আর তারপর থেকেই সচিন তেন্ডুলকর, অক্ষয় কুমার, অজয় দেবগন, হেমা মালিনী, কঙ্গনা রানাওয়াতরা ক্ষোভে ফেটে পড়েছেন ।