মুম্বই : আগের দিন ইরফান খান । আর মাত্র 67 বছর বয়সেই ক্যানসারের কাছে মাথা নুইয়ে গতকাল ঋষি কাপুরকেও পাড়ি দিতে হয়েছে অন্য জগতে । বলিউডকে কাঁদিয়ে তাঁরা পাড়ি দিয়েছেন না ফেরার দুনিয়ায় । তাই বলিউডে এখন শুধুই বিষাদ ।
গতকাল ঋষি কাপুরের মৃত্যুর খবর জানা জানি হতে খুব বেশি সময় লাগেনি । যদিও খবরটা শোনার পর নিজের কানকে প্রথমে বিশ্বাস করতে চাননি অনেকেই । ভেবেছিলেন খবরটা হয়তো মিথ্যে । তবে এই খবর যে মিথ্যে নয় সেটা বোঝার পর বাক্য হারিয়ে ফেলেছিলেন একাধিক তারকা । ঋষির মৃত্যুতে শোকাহত ধর্মেন্দ্র দেওলও ।
টুইটারে শোকপ্রকাশ করে তিনি লেখেন, "একটার পর একটা দুঃখ, ঋষিও চলে গেল...ক্যানসারের সঙ্গে লড়াই করছিল সে । আমার ছেলের মতো ছিল । খুব খারাপ লাগছে ।"