মুম্বই : আগামীকাল অর্থাৎ 21 জুন ফাদার্স ডে । তবে টুইঙ্কল খান্নার কাছে ফাদার্স ডে সবসময় ডিসেম্বর মাসে । কারণ সেই মাসের 29 ডিসেম্বর বাবা আর মেয়ে দু'জনেরই জন্ম । হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি ।
টুইঙ্কল লিখেছেন, "আমার বাবা, আমার মাকে বলেছিলেন যে, আমি নাকি তাঁর জন্মদিনের সেরা উপহার । এই পৃথিবীতে আমার জন্মটাই আমার বাবার কাছে একটা উপহার ছিল । বাবার 31 তম জন্মদিনে আমার জন্মদিন ।"