মুম্বই : বেআইনি নির্মাণের অভিযোগ তুলে কঙ্গনা রানাওয়াতের পালি হিলসের অফিস ভেঙে দিয়েছিল বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। এরপর বম্বে হাইকোর্টে যান তিনি । আজ এই মামলার সঙ্গে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে যুক্ত করার জন্য তাঁকে অনুমতি দিল হাইকোর্ট ।
বেআইনি নির্মাণের অভিযোগ তুলে কঙ্গনাকে একটি নোটিশ পাঠায় BMC । 24 ঘণ্টার মধ্যে সেই নোটিশের উত্তর দিতে বলা হয়েছিল অভিনেত্রীকে । তা তিনি না দেওয়ায় 9 সেপ্টেম্বর ভেঙে দেওয়া হয় তাঁর অফিসের একাংশ । যদিও তাঁর ওই নির্মাণ বেআইনি নয় বলে দাবি জানিয়ে বম্বে হাইকোর্টে একটি সংশোধনী পিটিশন দায়ের করেছিলেন কঙ্গনা ।
এ প্রসঙ্গে কঙ্গনার আইনজীবী রিজ়ওয়ান সিদ্দিকি জানিয়েছিলেন, ওই অফিসের 40 শতাংশ ভেঙে দিয়েছে BMC । তার মধ্যে রয়েছে সোফা, ঝাড়বাতি ও একাধিক শৌখিন শিল্পকর্ম । সব মিলিয়ে প্রায় 2 কোটি টাকার ক্ষতি হয়েছে । আর এই কারণে ক্ষতিপূরণ হিসেবে BMC-র থেকে 2 কোটি টাকা দাবি করেন তিনি । যদিও কঙ্গনার এই দাবি বেআইনি বলে হাইকোর্টে জানায় BMC । এমনকী, কঙ্গনার আবেদন খারিজ করে দেওয়ার জন্যও আদালতের কাছে অনুরোধ জানায় তারা ।