পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

BMC-র বিরুদ্ধে মামলায় সঞ্জয় রাউতকে যুক্ত করার অনুমতি হাইকোর্টের - Sanjay Raut

BMC-র থেকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে বম্বে হাইকোর্টে পিটিশন জমা দেন কঙ্গনা । আজ এই মামলার সঙ্গে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে যুক্ত করার অনুমতি দিল হাইকোর্ট ।

AS
as

By

Published : Sep 22, 2020, 10:34 PM IST

মুম্বই : বেআইনি নির্মাণের অভিযোগ তুলে কঙ্গনা রানাওয়াতের পালি হিলসের অফিস ভেঙে দিয়েছিল বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। এরপর বম্বে হাইকোর্টে যান তিনি । আজ এই মামলার সঙ্গে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে যুক্ত করার জন্য তাঁকে অনুমতি দিল হাইকোর্ট ।

বেআইনি নির্মাণের অভিযোগ তুলে কঙ্গনাকে একটি নোটিশ পাঠায় BMC । 24 ঘণ্টার মধ্যে সেই নোটিশের উত্তর দিতে বলা হয়েছিল অভিনেত্রীকে । তা তিনি না দেওয়ায় 9 সেপ্টেম্বর ভেঙে দেওয়া হয় তাঁর অফিসের একাংশ । যদিও তাঁর ওই নির্মাণ বেআইনি নয় বলে দাবি জানিয়ে বম্বে হাইকোর্টে একটি সংশোধনী পিটিশন দায়ের করেছিলেন কঙ্গনা ।

এ প্রসঙ্গে কঙ্গনার আইনজীবী রিজ়ওয়ান সিদ্দিকি জানিয়েছিলেন, ওই অফিসের 40 শতাংশ ভেঙে দিয়েছে BMC । তার মধ্যে রয়েছে সোফা, ঝাড়বাতি ও একাধিক শৌখিন শিল্পকর্ম । সব মিলিয়ে প্রায় 2 কোটি টাকার ক্ষতি হয়েছে । আর এই কারণে ক্ষতিপূরণ হিসেবে BMC-র থেকে 2 কোটি টাকা দাবি করেন তিনি । যদিও কঙ্গনার এই দাবি বেআইনি বলে হাইকোর্টে জানায় BMC । এমনকী, কঙ্গনার আবেদন খারিজ করে দেওয়ার জন্যও আদালতের কাছে অনুরোধ জানায় তারা ।

আজ এই সংশোধিত পিটিশনের শুনানি চলাকালীন কঙ্গনার আইনজীবী বীরেন্দ্র সারাফ আদালতে একটি DVD পেশ করেন । যেখানে কঙ্গনাকে হুমকি দিতে দেখা গিয়েছে সঞ্জয় রাউতকে ।

এরপর বিচারপতি এস জে কাথাওয়ালা বলেন, "এই DVD-কে বিশ্বাস করে কঙ্গনা রানাওয়াত যদি এগোন, তাহলে এ বিষয়ে সঞ্জয় রাউতকেও নিজের পক্ষে বলার সুযোগ দিতে হবে । কারণ তিনি যদি বলেন এই বিবৃতি তিনি দেননি বা এই ভিডিয়োটি ভুয়ো, সেই মত তাঁকে প্রকাশ করার সুযোগ দিতে হবে ।" তারপর আদালতের কাছে এই মামলার সঙ্গে সিভিক অফিসার ভাগ্যবন্ত লেটকেও যুক্ত করার ইচ্ছেপ্রকাশ করেন কঙ্গনার আইনজীবী ।

সব বক্তব্য শোনার পরই এই মামলায় সঞ্জয় রাউতকে যুক্ত করার জন্য কঙ্গনাকে অনুমতি দেয় বম্বে হাইকোর্ট ।

ABOUT THE AUTHOR

...view details