তাঁর প্রথম পরিচিতি র্যাম্প থেকে । তিনি ব্যক্তিত্বময়ী, আত্মবিশ্বাসী ও স্বাধীনচেতা এক মহিলা । বলিউডে সিঙ্গল মাদারের তালিকার প্রথম দিকেই রয়েছে তাঁর নাম । বরাবরই ছক ভেঙে নিজের শর্তে জীবনকে সাজিয়েছেন । এমনকী, প্রথম ভারতীয় হিসেবে জিতে নিয়েছিলেন মিস ইউনিভার্সের খেতাবও । তিনি সুস্মিতা সেন । আজ 45 বছরে পা দিলেন এই প্রাক্তন বিশ্ব সুন্দরী ।
নিজের শর্তে বেঁচে নাম, যশ, খ্যাতি সবই কুড়িয়ে নিয়েছেন সুস্মিতা । বলিউডের সেরা নায়িকাদের মধ্যে অন্যতম তিনি । ভার্সেটাইল অভিনয়ের জেরেই আলাদা জায়গা করে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে । তবে সুন্দরী হওয়ার পাশাপাশি একজন তীক্ষ্ণবুদ্ধির অধিকারীও তিনি ।
মাত্র 18 বছর বয়সে মিস ইউনিভার্সের খেতাব জিতে নিয়েছিলেন । এর মাত্র 6 বছর পরই বড় মেয়ে রেনেকে দত্তক নেন 24 বছর বয়সি সুস্মিতা । তার ঠিক 10 বছর পর তাঁর পরিবারে আসে ছোটো মেয়ে আলিশা ।
1996 সালে 'দস্তক' ছবি দিয়ে শুরু হয় তাঁর ক্যারিয়ার । তবে 1997 সালে তামিল মিউজ়িকাল 'রতজগন'-ই প্রথম তাঁকে বাণিজ্যিক সাফল্য এনে দেয় । এরপর ধীরে ধীরে 'সির্ফ তুম', 'বিবি নম্বর ওয়ান', 'আঁখেঁ', 'ম্যায় হুঁ না','ম্যায়নে পেয়ার কিয়ুঁ কিয়া?'-র মতো একাধিক সফল ছবিতে অভিনয় করেছেন ।
যেখানে রিলেশনশিপকে আড়াল করে রাখতে পছন্দ করে বলিউড । সেখানে সম্পর্কে রাখঢাক রাখাটা বরাবরই না পসন্দ সুস্মিতার । তাই 17 বছরের ছোটো বয়ফ্রেন্ড রহমান শলের সঙ্গেও নিজের সম্পর্ক গোপন রাখেননি তিনি । একবার লাইভ চ্যাটে বিয়ে নিয়ে তাঁদের প্রশ্ন করেছিলেন অনুরাগীরা । অত্যন্ত সাবলীলভাবে তার উত্তর দিয়েছিলেন তাঁরা । এবং প্রমাণ করতে চেয়েছেন বিয়ের থেকেও একে অপরকে সঙ্গ দেওয়াটা তাঁদের কাছে বড় বিষয় ।
বহু বছর ধরে স্ক্রিন থেকে দূরে ছিলেন সুস্মিতা । সম্প্রতি ওয়েব সিরিজ় 'আরিয়া' দিয়ে কামব্যাক করেন তিনি । তবে একের পর এক বলিউড ছবিকে নাকচ করাটা খুব একটা সহজ ছিল না তাঁর কাছে । না বলার জন্য অনেকটা সাহস দরকার পড়ে বলেও জানিয়েছেন তিনি ।
রহমান, রেনে ও আলিশার সঙ্গে সুস্মিতা সুস্মিতা বরাবরই চেনা ছকের বাইরে । দুই মেয়ে রেনে আর আলিশা তাঁর সর্বক্ষণের সঙ্গী । এছাড়া রহমানকে নিয়ে ভালো আছেন । আর এভাবেই নিজের শর্তে জীবন যাপন করুন তিনি । আগামীর জন্য জন্মদিনে তাঁকে অনেক শুভেচ্ছা ।