পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

HBD Sanjay Leela Bhansali : জন্মদিনের শুভেচ্ছা হিসাবে আগামিকাল শুভমুক্তি বনশালির 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'-র - Sanjay Leela Bhansali

আজ জন্মদিন পরিচালকের । আগামিকাল সিনেমা হলে মুক্তি পাবে সঞ্জয়লীলা বনশালির 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' । 'গাঙ্গুবাই'-এর চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে । পরিচালকের জন্য রইল জন্মদিনের একরাশ শুভেচ্ছা (Birthday Boy Sanjay Leela Bhansali) ।

Sanjay Leela Bhansali
আজ জন্মদিন, আগামীকাল শুভমুক্তি 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'

By

Published : Feb 24, 2022, 2:00 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি : সিনেমা জগতের মানুষ তিনি । তাঁর সিনেমা মানে নতুন কিছু আশা করে থাকেন দর্শকরা । এবারের জন্মদিনের গুরুত্ব তবে অনেকটাই আলাদা ৷ কারণ আগামিকাল মুক্তি পাচ্ছে তাঁর পরিচালিত ছবি ৷ নিশ্চয় ভাবছেন কোন ছবি আর কার জন্মদিন ? আজ জন্মদিন পরিচালক সঞ্জয়লীলা বনশালির (Birthday Boy Sanjay Leela Bhansali) । আর আগামিকাল মুক্তি পাচ্ছে তাঁর পরিচালিত ছবি 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi to Release on 25 February) ।

এস হুসেন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বই’ থেকে অনুপ্রাণিত হয়ে সঞ্জয়লীলা বনশালি তৈরি করেছেন ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ । তাঁর ছবিতে এই প্রথমবার অভিনয় করলেন আলিয়া ভাট । সম্প্রতি কলকাতায় এই ছবির প্রচারে এসেছিলেন আলিয়া (Alia Bhatt in Kolkata) । কলকাতায় এসে নিজের ভাল লাগার কথা জানালেন তিনি । এই ছবির প্রচারে এসেই আলিয়া জানান, যেদিন থেকে আলিয়া অভিনয়ে শুরু করেছেন সেদিন থেকেই সঞ্জয় জি'র ছবিতে কাজ করার ইচ্ছা ছিল তাঁর । এবার স্বপ্নপূরণ হল ।

বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে দাঁড়িয়ে আলিয়া বলেছিলেন, 'ব্ল্যাক' ছবির জন্য অডিশন দিয়ে সঞ্জয়ের বিচারে বাতিল হন তিনি । আবার সেই সঞ্জয়লীলা বনশালিই প্রথম মানুষ যিনি কিনা আলিয়ার চোখ দেখে বলেছিলেন, "এই মেয়ে একদিন বড় অভিনেত্রী হবে ।" আর হয়েছেনও তাই । কলকাতায় এসে সঞ্জয়লীলা বনশালির সঙ্গে কাজের দারুণ সব অভিজ্ঞতা শেয়ার করে আলিয়া জানান, সঞ্জয় স্যার এত বড় ডিরেক্টর ৷ তাঁর কথাকেও গুরুত্ব দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন:Alia Bhatt New Look In Berlin Film Fest : আলিয়ার বার্লিন প্রিমিয়ারে পরা শাড়ি তৈরি করতে লেগেছে 3400 ঘণ্টা

ব্ল্যাক, সাওয়ারিয়া, হাম দিল দে চুকে সনম, গুজারিশ, মালাল, দেবদাস, রামলীলা, বাজিরাও মস্তানি, মেরি কম, ইনসা আল্লাহ, পদ্মাবত-এর মতো সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন । এবার গাঙ্গুবাই কোঠেওয়ালির জীবনকাহিনী নিয়ে তিনি বানালেন 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' । 16 ফেব্রুয়ারি 'বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এ দেখানো হয়েছিল বনশালির এই ছবি । মুম্বইয়ের মাফিয়া কুইন গাঙ্গুবাই হরজীবনদাসের জীবন এই ছবির মূল রসদ ।

প্রচারবিমুখ পরিচালক এক সাক্ষাৎকারে জানান, শৈশবে এত অভাব আর দারিদ্রের মধ্যে দিন কাটিয়েছেন যে, সেই সব দিনই তাঁকে সিনেমার প্রত্যেকটা ফ্রেমকে সুন্দরভাবে তুলে ধরার রসদ দেয় । প্রত্যেক মানুষেরই জীবনে একবার না একবার বঞ্চিত হওয়া উচিত । বঞ্চিত না হলে ক্রিয়েটিভ হওয়া যায় না বলে মনে করেন বার্থডে বয় ডিরেক্টর ৷

আরও পড়ুন:Gangubai Kathiawadi Controversy : ক্ষুব্ধ গাঙ্গুবাঈয়ের পরিবার, ছবি মুক্তির আগে বিতর্কে বানশালি

মুম্বইয়ের চাউলেই বসবাস ছিল তাঁর । সৌন্দর্য, আতিশয্যের বালাই ছিল না । একেবারে সাদামাটা নিম্নবিত্ত পরিবার । সেই সঞ্জয়লীলা বনশালি ভারতীয় চলচ্চিত্র জগতে সোনার অক্ষরে লেখার মতো একটি নাম । তাঁর ছবি মানেই দুরন্ত সেট, প্রথমসারির তারকাবেষ্টিত ঝাঁ-চকচকে ছবি । এক কথায়, শুরু থেকে শেষ সবটাই সোনায় মোড়া । কোথাও খামতির চিহ্ন নেই বললেই চলে । এহেন পরিচালকের জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা । আগামী দিন হোক ছবির মতোই সোনায় মোড়া ।

ABOUT THE AUTHOR

...view details