আজ 50-এ পা দিলেন সইফ আলি খান । বিখ্যাত ক্রিকেটার মনসুর আলি খান পতৌদি ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরের পরিবারে জন্ম হলেও তাঁর ফিল্মি দুনিয়ার যাত্রাটা খুব একটা সহজ ছিল না । যদিও অভিনয়ের জোরে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করেন তিনি । জন্মদিনে দেখেন নেওয়া যাক তাঁর বলিউড যাত্রার কিছু ঝলক ।
ডেবিউ ছবি 'পরম্পরা'-তে নিলম কোঠারির সঙ্গে সইফ 1970 সালের আজকের দিনে জন্ম হয় সইফের । 1993 সালে 'পরম্পরা' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর । যদিও ওই ছবির মাধ্যমে দর্শকদের মন জয় করতে পারেননি তিনি ।
'ইয়ে দিললাগি'-তে কাজলের সঙ্গে সইফ 1994 সাল । মুক্তি পায় 'ইয়ে দিললাগি'। সেখানে অক্ষয় কুমার ও কাজলের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । বেশ জনপ্রিয়তা পায় ছবিটি ।
'ম্যায় খিলাড়ি তু আনাড়ি'-তে সইফ এরপর ওই বছরই মুক্তি পায় তাঁর অন্যতম সেরা ছবি 'ম্যায় খিলাড়ি তু আনাড়ি'। সেখানেও অক্ষয়ের বিপরীতে দেখা যায় তাঁকে । বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল এই ছবি ।
'কাল হো না হো' ছবিতে প্রীতি জ়িন্টার সঙ্গে সইফ এছাড়াও একাধিক ছবিতে সহ অভিনেতার চরিত্রে অভিনয় করেছেন তিনি । তার মধ্যে 'কাচ্চে ধাগে' (1999), 'হাম সাথ সাথ হ্যায়' (1999), 'দিল চাহতা হ্যায়' (2001) ও 'কাল হো না হো' (2003) অন্যতম ।
'হাম তুম' ছবিতে রানির সঙ্গে সইফ 2004 সালটিকে সইফের টার্নিং পয়েন্ট হিসেবেই ধরা হয় । কারণ ওই বছর মুক্তি পায় তাঁর 'হাম তুম' ছবিটি । সেখানে মুখ্য চরিত্রে রানি মুখার্জির বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে । এই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জিতে নেন তিনি ।
'লাভ আজ কাল' ছবিতে দীপিকা পাডুকোনের সঙ্গে সইফ সেখান থেকেই অবশ্য তাঁর বলিউডে আসল যাত্রাটা শুরু হয় । এরপর একে একে মুক্তি পায় 'পরিণীতা' (2005), 'ওমকারা' (2006), 'তা রা রাম পাম'(2007), 'রেস'(2008), 'লাভ আজ কাল'(2009), 'ককটেল'(2012)-এর মতো ছবি । প্রতিটি ছবিতেই ভিন্ন লুকে দেখা গিয়েছে তাঁকে ।
'সেক্রেড গেমস'-এ সরতাজ সিংয়ের চরিত্রে সইফ 2018 সালে ডিজিটালে ডেবিউ করেন সইফ । মুক্তি পায় তাঁর 'সেক্রেড গেমস'। যা ব্যাপক প্রশংসিত হয় । সেখানে পুলিশ অফিসার সরতাজ সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । তবে এই সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন তেমন একটা জনপ্রিয়তা পায়নি ।
2019-এর জন্মদিনে মুক্তি পায় 'লাল কাপ্তান'-এর টিজ়ার । টিজ়ার ও ট্রেলার দুটিই প্রশংসা কুড়িয়ে নিয়েছিল । সেখানে একেবারে অন্য লুকে দেখা গিয়েছিল সইফকে । তবে বক্স অফিসে তেমন সাফল্য পায়নি ছবিটি ।
'জাওয়ানি জানেমন' ও 'তানাজি'-তে সইফ এরপর মুক্তি পায় 'তানাজি : দা আনসাং ওয়ারিয়র'। সেখানে খলনায়কের চরিত্রে অভিনয় করেন তিনি । বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় ছবিটি । প্রশংসিত হয় তাঁর অভিনয়ও । ঠিক তারপরই মুক্তি পায় 'জাওয়ানি জানেমন'।
সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'-তে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল সইফকে । সেখানে একজন বদরাগী গায়কের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । যদিও সমালোচকদের পছন্দ হয়নি চরিত্রটি । তাঁদের মতে, সইফের ট্যালেন্টকে ব্যবহার করতে পারেননি পরিচালক ।
'বান্টি অউর বাবলি'-তে রানি মুখার্জির সঙ্গে দেখা যাবে সইফকে যাই হোক এখন অবশ্য একাধিক ছবি রয়েছে সইফের হাতে । তার মধ্যে 'বান্টি অউর বাবলি', 'ভূত পুলিশ' ও 'গো গোয়া গন'-এর সিকুয়েল অন্যতম ।
করিনা ও তইমুরের সঙ্গে সইফ তবে এখন খুশির হাওয়া বইছে পতৌদি পরিবারে । সেটা অবশ্য শুধুমাত্র সইফের জন্মদিন উপলক্ষ্যে নয় । আসলে দ্বিতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান । সম্প্রতি একথা ঘোষণা করেছেন এই তারকা দম্পতি । খুব তাড়াতাড়িই তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য ।
ETV ভারত সিতারার তরফে জন্মদিনে সইফ আলি খানকে অনেক শুভেচ্ছা ।